নিজস্ব প্রতিবেদন: মে-র শেষ সপ্তাহেই বিশেষ বন্ধু রণবীরের কাপুরের সঙ্গে বারানসী পাড়ি দিয়েছিলেন আলিয়া ভাট। আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শুটিং চলছিল সেখানে। শুটিং-এ যোগ দিয়েছিলেন ছবির অন্য দুই অভিনেতা মৌনি রায় ও নাগার্জুনাও। কিন্তু অসুস্থতার কারণে শুটিং শেষ হওয়ার তিনদিন আগেই মুম্বই ফিরতে হল আলিয়াকে।
গত ১৭ জুন, সোমবার বিমানবন্দরে দেখা গেল রণবীরের সঙ্গে দেখা গেল আলিয়াকে। সূত্রের খবর অনুযায়ী, বারানসীতে শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আলিয়া। তারপরেও তিনি শুটিং চালিয়ে যেতে চাইলেও বাধ সাধেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় নিজেই। ফলে তিনদিন আগেই শুটিং বন্ধ করে মুম্বই ফেরেন আলিয়া। নভেম্বর মাসে বাকি শুটিং শেষ করতে ফের বারানসী যাবেন তাঁরা। মুম্বই ফিরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ মতো বিশ্রাম নেবেন আলিয়া।
প্রসঙ্গত, ২০১৯ এর বড়দিনে মুক্তি পাবার কথা ছিল ‘ব্রহ্মাস্ত্র’-র। কিন্তু সলমন খান-সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং ৩’ ছবিরও একই দিনে মুক্তি পাবার কথা রয়েছে। তাই ‘ব্রহ্মাস্ত্র’-র মুক্তির দিন পিছিয়ে আগামী বছর করা হয়। সম্প্রতি পরিচালক অয়ন মুখার্জী তাঁর ইনস্টাগ্রাম পেজে ‘ব্রহ্মাস্ত্র’-র মুক্তির দিন ঘোষনা করে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “গত সপ্তাহে ছবির VFX টিমের দৌলতে অনেক কিছু শিখেছি। VFX ও সাউন্ড ঠিক করতে আরও কিছুদিন সময় লাগবে। তাই বড়দিনে মুক্তি পাবেনা এই ছবি। সম্ভবত ২০২০ সালের গ্রীষ্মে মুক্তি পেতে পারে। তবে আমাদের পক্ষে এখনই মুক্তির তারিখ বলা সম্ভব হচ্ছে না।”
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন