সাউদাম্পটন: মুজিবে মজবুর ভারত! অফ-স্পিনার মুজিব-উর রহমানের দুরন্ত স্পিনে আফগানের বিরুদ্ধে বড় স্কোর করতে পারল না ভারত৷ হ্যাম্পশায়ার বোলের বাইশ গজে ভারতের তাবড় ব্যাটসম্যানদের ২২৪ রানে আটকে রাখলেন আফগান স্পিনার৷ অর্থাৎ বিশ্বকাপে প্রথম জয় পেতে আফগানিস্তানের দরকার ২২৫ রান৷
টাইটানিকের শহরে আফগানদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক৷ আফগানদের বিরুদ্ধে বিরাট রানের প্রত্যাশা ছিল কোহলির উপর৷ কিন্তু শুরুতেই ফর্মে থাকা রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ‘মেন ইন ব্লু’৷ ১০ বল খেলে মাত্র এক রান করেন মুজিব উর রহমানের বলে বোল্ড হন এই বিশ্বকাপে দু’টি সেঞ্চুরিকারী ভারতীয় ওপেনার৷ ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৬ রান দিয়ে রোহিতের উইকেট তুলে নেন মুজিব৷
পাকিস্তান ম্যাচের মতো এদিন রোহিতের ওপেনিং পার্টনার ছিলেন লোকেশ রাহুল৷ পাক ম্যাচে রোহিত-রাহুল জুটি সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেও এদিন মাত্র ৭ রান যোগ করে৷ মুজিবকে দিয়ে এদিন বোলিং করান আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব৷ প্রথম ওভারে মাত্র ৩ রান দেন মুজিব৷ অন্যপ্রান্তে ডানহাতি পেসার আলতাফ আলমকে দিয়ে বোলিং করায় আফগানিস্তান৷ দুই প্রান্ত থেকে আঁটোসাঁটো বোলিং করে ভারতে চাপে রাখেন আফগান বোলাররা৷
প্রথম পাওয়ার প্লে অর্থাৎ প্রথম ১০ ওভারে মাত্র ৪১ রান তোলে ভারত৷ ক্রিজে বিরাট কোহলির মতো প্লেয়ার৷ বিশেষজ্ঞরা ব্যাটিং পিচ বললেও ম্যাচ গড়ার সঙ্গে সঙ্গে স্লো হতে থাকে হ্যাম্পশায়ার বোলের বাইশ গজ৷ পরের পাওয়ার প্লে অর্থাৎ ১১ থেকে ৪০ ওভারে তিন উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান তোলে ভারত৷ অর্থাৎ ড্রেসিংরুমে ফিরে যান রাহুল, বিজয় শংকর ও বিরাট কোহলি৷ রাহুল ৫৩ বলে ৩০ এবং বিজয় ৪১ বলে ২৯ রান করে আউট হন৷
ব্যক্তিগত ৬৭ রানে আউট হন ভারত অধিনায়ক৷ রক্ষণাত্মক ব্যাটিং করেই ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কোহলি৷ কিন্তু নবির বলের রহমত শাহের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন বিরাট৷ বিরাট যখন আউট হন, তখন ভারতের স্কোর ছিল চার উইকেটে ১৩৫৷ ৬৩ বলে মাত্র পাঁচটি বাউন্ডারি মারেন কোহলি৷ এদিন আর ৩৭ রান করলে সচিন-লারার তৈরি নজির ভেঙে নয়া নজির গড়তে পারতেন বিরাট ‘দ্য রানমেশিন’। দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলস্টোন ছুঁতেন কোহলি৷
স্লো পিচে বড় রান করতে পারেননি ধোনিও৷ ৫২ বল খেলে মাত্র ২৮ রান করেন মাহি৷ মাত্র তিনটি বাউন্ডারি মারেন ধোনি৷ কেদার যাদবের হাফ-সেঞ্চুরিতে মানরক্ষা হয় ভারতের৷ তাঁর লড়াকু ইনিংসে দু’শো রানের গণ্ডি টপকায় ‘মেন ইন ব্লু’৷ বড় রান করতে ব্যর্থ হার্দিক পান্ডিয়া৷ মাত্র ৭ রান করে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পান্ডিয়া৷ ৫২ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন কেদার৷
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন