জঙ্গি হামলা থেকে পাক সেনার যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনে বারবারই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর৷ অতীত দেখিয়েছে, কীভাবে উরিতে সেনাঘাঁটিতে অতর্কিতে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন সেনা-জওয়ানরা৷ সার্জিক্যাল স্ট্রাইক করে যার পাল্টা দেয় ভারত৷ ফের একবার এই উরিই উত্তপ্ত হয়ে উঠল জঙ্গি উপস্থিতিতে৷ যদিও তৎপর নিরাপত্তা রক্ষী বাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এক জঙ্গি খতম হয়৷
এদিকে অন্য একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের বারামুলায় ২ জঙ্গিকে খতম করা হয়েছে৷ সেনা-জঙ্গির মধ্যে গুলির লড়াই এখনও চলছে৷
সূত্রের খবর অনুযায়ী, বোনিয়ার এলাকায় এই জঙ্গি দমন অভিযান চলে৷ উত্তর কাশ্মীরের উরিতে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়৷ ২০১৬ সালে সশস্ত্র জঙ্গিরা ঢুকে পড়ে অতর্কিতে আক্রমণ করে ভারতীয় সেনাঘাঁটিতে৷ জানা যায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ছিল এই ঘটনার পিছনে৷
পরবর্তীকালে
২০১৯-এও পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহামলা হয়৷ শহিদ হন ৪০ জওয়ান৷ এর জবাবও ভারত
দিয়েছে পাক অধিকৃত বালাকোটে প্রবেশ করে৷ এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়
একের পর এক জঙ্গিঘাঁটি৷
এর কয়েকদিন আগেই, গোপন সূত্র ধরে খবর পেয়ে
তল্লাশি চালিয়েছিল ভারতীয় সেনা৷ জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলা থেকে পাঁচ হিজবুল
মুজাহিদিনের জঙ্গিকে পাকড়া করে সেনা৷ বুধবার এই তথ্য জানায় জম্মু কাশ্মীর পুলিশ৷
এরা প্রত্যেকেই উপত্যকায় সক্রিয় ছিল৷ বড়সড় নাশকতার ছক কষেছিল এরা বলে পুলিশ
সূত্রে খবর৷
ধৃতদের নাম প্রকাশ করে পুলিশ৷ আকিব নাজির পাঠার, আমির মজিদ ওয়ানি, সমীর আহমেদ ভাট, ফয়জল আহাঙ্গার ও রয়েস আহমেদ গানাইয়ের নাম এক বিবৃতি প্রকাশ করে কাশ্মীর পুলিশ৷ জেরায় ধৃতরা হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে খবর৷ জেরায় জানা গিয়েছে, জম্মু কাশ্মীরে সেনার ওপর আইইডি হামলা চালানোর ছক করেছিল তারা৷
তাদের কাছ থেকে অত্যাধুনিক আইইডি তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে৷ এর আগেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল উত্তর কাশ্মীরের বারামুল্লা ও শ্রীনগর কূপওয়াড়া হাইওয়েতে চলাচলকারী কনভয়ে হামলা চালানো হতে পারে৷ মনে করা হচ্ছে পাক সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হওয়ার পরেই সীমান্তে অবস্থিত সেনাছাউনিতে হামলা চালাতে পারে জঙ্গিরা৷ গোয়েন্দারা জানান, এই গুলির লড়াই মূলত চালানো হবে ভারতীয় সেনার মনোযোগ সেদিকেই রাখার জন্য, যাতে জঙ্গিদের কার্যকলাপের থেকে সেনার নজর ঘোরানো যায়৷
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন