• India India
  • Date 10th June, 2023

24x7 Online News Portal in Bengali| News Hut

Copy By

উত্তপ্ত উরি, এনকাউন্টারে খতম এক জঙ্গি

উত্তপ্ত উরি, এনকাউন্টারে খতম এক জঙ্গি

By Dibyendu - 22nd June, 2019

www.webhub.academy

জঙ্গি হামলা থেকে পাক সেনার যুদ্ধবিরতি চুক্তিলঙ্ঘনে বারবারই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর৷ অতীত দেখিয়েছে, কীভাবে উরিতে সেনাঘাঁটিতে অতর্কিতে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন সেনা-জওয়ানরা৷ সার্জিক্যাল স্ট্রাইক করে যার পাল্টা দেয় ভারত৷ ফের একবার এই উরিই উত্তপ্ত হয়ে উঠল জঙ্গি উপস্থিতিতে৷ যদিও তৎপর নিরাপত্তা রক্ষী বাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এক জঙ্গি খতম হয়৷

এদিকে অন্য একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, জম্মু-কাশ্মীরের বারামুলায় ২ জঙ্গিকে খতম করা হয়েছে৷ সেনা-জঙ্গির মধ্যে গুলির লড়াই এখনও চলছে৷

সূত্রের খবর অনুযায়ী, বোনিয়ার এলাকায় এই জঙ্গি দমন অভিযান চলে৷ উত্তর কাশ্মীরের উরিতে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা নতুন নয়৷ ২০১৬ সালে সশস্ত্র জঙ্গিরা ঢুকে পড়ে অতর্কিতে আক্রমণ করে ভারতীয় সেনাঘাঁটিতে৷ জানা যায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ ছিল এই ঘটনার পিছনে৷

পরবর্তীকালে ২০১৯-এও পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহামলা হয়৷ শহিদ হন ৪০ জওয়ান৷ এর জবাবও ভারত দিয়েছে পাক অধিকৃত বালাকোটে প্রবেশ করে৷ এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গিঘাঁটি৷
এর কয়েকদিন আগেই, গোপন সূত্র ধরে খবর পেয়ে তল্লাশি চালিয়েছিল ভারতীয় সেনা৷ জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলা থেকে পাঁচ হিজবুল মুজাহিদিনের জঙ্গিকে পাকড়া করে সেনা৷ বুধবার এই তথ্য জানায় জম্মু কাশ্মীর পুলিশ৷ এরা প্রত্যেকেই উপত্যকায় সক্রিয় ছিল৷ বড়সড় নাশকতার ছক কষেছিল এরা বলে পুলিশ সূত্রে খবর৷

ধৃতদের নাম প্রকাশ করে পুলিশ৷ আকিব নাজির পাঠার, আমির মজিদ ওয়ানি, সমীর আহমেদ ভাট, ফয়জল আহাঙ্গার ও রয়েস আহমেদ গানাইয়ের নাম এক বিবৃতি প্রকাশ করে কাশ্মীর পুলিশ৷ জেরায় ধৃতরা হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে খবর৷ জেরায় জানা গিয়েছে, জম্মু কাশ্মীরে সেনার ওপর আইইডি হামলা চালানোর ছক করেছিল তারা৷

তাদের কাছ থেকে অত্যাধুনিক আইইডি তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে৷ এর আগেই গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল উত্তর কাশ্মীরের বারামুল্লা ও শ্রীনগর কূপওয়াড়া হাইওয়েতে চলাচলকারী কনভয়ে হামলা চালানো হতে পারে৷ মনে করা হচ্ছে পাক সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হওয়ার পরেই সীমান্তে অবস্থিত সেনাছাউনিতে হামলা চালাতে পারে জঙ্গিরা৷ গোয়েন্দারা জানান, এই গুলির লড়াই মূলত চালানো হবে ভারতীয় সেনার মনোযোগ সেদিকেই রাখার জন্য, যাতে জঙ্গিদের কার্যকলাপের থেকে সেনার নজর ঘোরানো যায়৷

আরো পড়ুন

নিজাম প্যালেসে অভিষেক, জিজ্ঞাসাবাদ শুরু তদন্তকারীদের

By Dibyendu - 20th May, 2023

নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন

Madhyamik Result 2023: প্রথম কাটোয়ার দেবদত্তা

By Dibyendu - 19th May, 2023

মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন

ববিতার চাকরি পাচ্ছেন অনামিকা!

By Dibyendu - 16th May, 2023

অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন

পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না: মমতা

By Dibyendu - 4th May, 2023

পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন

খুনি মমতার শেষ দেখে ছাড়ব: শুভেন্দু

By Arunabha Pradhan - 2nd May, 2023

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন

Breaking: কিছু ক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রাজ্যে

By Dibyendu - 29th April, 2023

শনিবার সকাল থেকেই চড়া রোদ। বেলা গড়াতেই গলদঘর্ম অবস্থা। আরো পড়ুন

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরিয়ে দিল সুপ্রিম কোর্ট

By Dibyendu - 28th April, 2023

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন

পার্থের আঙুল ফুলে থাকার কারণেই নাকি আংটি খোলা যায়নি, সাফাই জেল সুপারের

By Aparna Sen Gupta - 26th April, 2023

জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার করবে না বিজেপি

By Aparna Sen Gupta - 25th April, 2023

বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন

সপ্তাহান্তে বৃষ্টি হবে এই আট জেলায়, আপনি কোথায় থাকেন?

By Dibyendu - 19th April, 2023

তাপপ্রবাহে পুড়ছে সারা বাংলা। তার মধ্যেই দক্ষিণবঙ্গের আট জেলার জন্য স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আরো পড়ুন

News Hut
www.webhub.academy