‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ বা ‘বিশ্ব সঙ্গীত দিবস’। ২১ জুন জুড়ে পালিত হয় বিশ্বব্যাপী এই গানের উৎসব। ইতিহাস বলছে, ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে প্রথম অনুষ্ঠিত হয়েছিল এই মিউজিক্যাল ফেস্টিভ্যাল। ফ্রান্সে অবশ্য এই উৎসব পরিচিত ‘ফেতে দে লা মিউজিক’ (Fête de la Musique) নামে। কিন্তু ফ্রান্সে জন্ম হলেও বিশ্ব ভরা এই গান উৎসবের প্রকৃত উৎস মার্কিন মুলুক ! ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ আসলে মার্কিন এক সঙ্গীতজ্ঞের মস্তিস্কপ্রসূত৷
ইতিহাস বলছে, আমেরিকান সঙ্গীতজ্ঞ জোয়েল চোহেনের মস্তিস্ক প্রসূত এই ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’র ধারণা। সময়কাল সত্তরের দশকে। এই সময় ফ্রান্সের এক রেডিও স্টেশন (ফ্রেঞ্চ ন্যাশনাল রেডিও)-এ মিউজিক প্রোডিউসার ছিলেন চোহেন। হঠাৎই তার মাথায় উঁকি দেয় এই ধারণা। তিনি ভাবেন গ্রীষ্মকালীন বছরের সবচেয়ে দীর্ঘতম দিন উত্তরায়ণের দিন। তাই এই দিনটাকে গানে গানে ভরিয়ে উদযাপন করলে কেমন হয়! চোহেন চেয়েছিলেন বছরে গ্রীষ্মের দীর্ঘতম দিন তথা গ্রীষ্মের প্রথম দিনটিকে স্বাগত জানাতে। এদিন সন্ধ্যেটা গানে গানে ভরিয়ে তুলতে। সেই ভাবনা থেকেই তার মাথায় আসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’-র ধারণা। পরে ১৯৮২ সালে চোহেনের এই ধারণাটিকে মান্যতা দেয় ফ্রান্স সরকার। উৎসবের মর্যাদা দেওয়া হয়। সেই বছর থেকেই ফ্রান্সে শুরু হয় ‘ফেতে দে লা মিউজিক’ (Fête de la Musique) বা ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’।
তারপর থেকেই গোটা বিশ্বে ২১ জুন দিনটি পালিত হয় ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ বা ‘বিশ্ব সঙ্গীত দিবস’। বিশ্বের ১২০ টি দেশে পালিত হয় এই উৎসব। ‘ফেতে দে লা মিউজিক’-এর অর্থ ‘ফেস্টিভ্যাল অফ মিউজিক’ বা ‘সঙ্গীতের জলসা’। পেশাদার হোক বা সখের শিল্পী সমস্ত ধরণের সঙ্গীত শিল্পীই এই উৎসবে যোগ দিতে পারেন। ১৯৮৫ সালের পর থেকে ইউরোপের আশেপাশের দেশগুলিও এই উৎসবে যোগ দিতে শুরু করে।
বর্তমানে এই উৎসব পালনকারী দেশগুলো এই দিনটি প্রত্যেক বার এবং রেস্তোরাঁয় সারা রাত চলে অনুষ্ঠান। বছরের অন্যান্য দিন মধ্যরাত পর্যন্ত বার-রেস্তোরাঁ খোলা থাকার নিয়ম থাকলেও এইদিন বিশেষ ছাড়পত্র মেলে। শেষ রাত পর্যন্ত খোলা থাকে। মানুষের সমাগম ঘটে।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন