ডুয়েল-ট্রিপল ক্যামেরা ক্রমশই পুরোনো হচ্ছে, তাই এ বার নতুন চমক ফ্লিপ ক্যামেরা। বুধবার আসুস-এর নতুন ফোন ৬ জেড-এর আনুষ্ঠানিক উদ্বোধনে মূল আকর্ষণ হিসাবে তুলে ধরেছে এই ফিচারকেই, সঙ্গে রয়েছে ‘নচ্লেস ডিসপ্লে’ মতো নতুন ফিচারও।
আগামী ২৬ জুন থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে আসুসের এই নতুন ফোন। ‘আসুস ৬ জেড’-এর দাম ৩১,৯৯৯ টাকা (৬জিবি/৬৪জিবি) এবং ৩৪,৯৯৯ টাকা(৬জিবি/১২৮জিবি)। ৮জিবি র্যাম ও ১২৮জিবি মেমোরির ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে এই ফোন, যার দাম ৩৯,৯৯৯ টাকা।
যে কারণে এই ফোন নিয়ে এত মাতামাতি, সেটি হল ফ্লিপ ক্যামেরা। এতে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা-একটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে সোনি আইএমএক্স ৫৮৬ সেন্সর। ১৩ মেগাপিক্সেল ক্যামেরায় দেওয়া হয়েছে ১২৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, যা একটি ছবিতেই তুলে ধরবে অনেকটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাক ক্যামেরাই সেলফি তোলার সময় উল্টে গিয়ে ফ্রন্ট ক্যামেরায় পরিণত হবে।
ডিসপ্লের দিক থেকেও রয়েছে নতুনত্ব। ৬.৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লেটি হল ন্যানো এজ ডিসপ্লে অর্থাৎ এর স্ক্রিন ‘এজ টু এজ’। কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৮৫৫ চিপের প্রসেসর দিয়ে তৈরি এই ফোনের সফটওয়্যার হল আসুসের সর্বাধুনিক ‘জেন ইউআই’। এর সঙ্গে নতুন সংযোজন তাদের অপারেটিং সিস্টেমে ডার্ক মোড, ব্যবহারকারীরা তাদের সুবিধার্থে এই মোড অন করে নিলেই ফোনের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে সাদার বদলে কালো।
এই ফোন আসন্ন অ্যান্ড্রয়েড কিউ বেটা ও অ্যান্ড্রয়েড আরওএস আপডেটও আগামী দিনে করে নিতে পারবে। এর শক্তিশালী ৫০০০ এমএএইচ এর ব্যাটারি একবার চার্জ দিলে দু’দিন অবধি চলবে বলে দাবি করা হচ্ছে আসুসের তরফে। এটিতে থাকবে কোয়ালকম কুইক চার্জ, এর ফলে আধ ঘন্টাতেই ৫০ শতাংশ চার্জ হয়ে যাবে। ভারতীয়দের ব্যবহারের পছন্দের কথা মাথায় রেখে এফএম রেডিও, কল রেকর্ডারের মতো ফিচারও রাখা হয়েছে এই ফোনে। ডুয়েল ক্যামেরার সঙ্গে এবার ডুয়েল স্পিকার ও ডুয়েল মাইকও থাকবে এই ফোনে।
সম্প্রতি দিল্লি হাইকোর্ট আগামী ২৮ জুলাই থেকে আসুস কোম্পানিকে ‘জেন’ ট্রেড মার্ক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, যদিও এই ফোনে ফের সেই ‘জেন’ ট্যাগই দেখা যাচ্ছে। আসুস কোম্পানির তরফ থেকে এ বিষয়ে বলা হয় যে, ‘কোর্টের সঙ্গে মীমাংসার জন্য লড়াই চালানো হচ্ছে। আপাতত ফোনের সাপ্লাই, টেকনিক্যাল সাপোর্ট ও আফটার সেল সার্ভিস বজায় থাকবে।
সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা। সম্প্রতি তেলের দাম কমলেও এবার ধাক্কা এল অন্যদিক থেকে। আরো পড়ুন
গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে রাজ্যগুলিকে মোট ১ লক্ষ কোটি টাকা সুদবিহীন ঋণ দেবে কেন্দ্র। আরো পড়ুন
বয়স তার মাত্র ১০ মাস। এ সময় তো বাবা-মায়ের আদর খাওয়ার কথা তার। খেলা করার কথা। আরো পড়ুন
ভারতের স্পাইসজেটের একটি বিমানকে আচমকাই জরুরি অবতরণ করানো হল পাকিস্তানের বিমানবন্দরে। আরো পড়ুন
একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম (Egg Price)। আরো পড়ুন
44 কোটি গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI। আরো পড়ুন
নতুন পোর্টালের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো পড়ুন
বহরে বাড়ছে বৈষম্য! দেশের আর্থিক অবস্থা নিয়ে কথা বলতে গেলে বোধহয় এটাই সবার আগে বলা উচিত। আরো পড়ুন
যত খুশি ছুটি নাও, চাকরি যাওয়ার ভয় নেই! আরো পড়ুন