ইতিমধ্যেই একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। আর একটি ম্যাচের মীমাংসা হয়েছে ডাকওয়ার্থ লুইসের মাধ্যমে। তাই শনিবার সাউদাম্পটনের রোজ বোলে আফগানদের মুখোমুখি হওয়ার আগে বিরাট কোহালিদের চোখ থাকবে আকাশের দিকেও।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পরে আজকের ম্যাচ নিয়েও চিন্তায় ভারতীয় সমর্থকরা। আবহাওয়া দফতরের খবর যদিও কিছুটা স্বস্তিতে রাখবে বিরাট বাহিনীকে। তাদের খবর অনুযায়ী, সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলার দিকে মেঘ থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, ইংল্যান্ডে এই সময় বৃষ্টির আশঙ্কা থেকেই যায়। দুর্বল আফগানদের বিরুদ্ধে রান রেট বাড়িয়ে নেওয়ার এই সুবর্ণ সুযোগকে কখনওই বৃষ্টির জন্য হাতছাড়া করতে চাইবে না ভারতীয় দল।
ইংল্যান্ডের বড় মাঠগুলোর মধ্যে অন্যতম সাউদাম্পটন। ফিল্ডারদের ফিটনেস আজ বড় ভূমিকা নেবে এই মাঠে। যদিও এই বদলে যাওয়া ভারতীয় দলে ফিল্ডিং আর চিন্তার কারণ নয়। অধিনায়ক বিরাট, হার্দিক পাণ্ড্য, কেদার যাদব, রবিন্দ্র জাদেজার মতো অসাধারণ ফিল্ডাররা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠে বিভিন্ন সময়। বোলারদের উৎসাহ বাড়াতেও যথেষ্ট সাহায্য করে এই উজ্জীবিত ফিল্ডিং। স্পিন সহায়ক এই পিচে ভারতীয় স্পিনাররা উইকেট নেওয়ার জন্যে মুখিও থাকবে তা বলাই বাহুল্য। যদিও প্রতিপক্ষে রশিদ খান ও নবির মতো স্পিনাররা চিন্তায় রাখবে বিরাট বাহিনীকে। আইপিএলে পরিচিত হয়ে যাওয়া ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে কি রশিদদের কোনও লুকনো অস্ত্র দেখা যেতে পারে?
সাউদাম্পটনে এখনও অবধি হওয়া ২৬টি একদিনের ম্যাচের মধ্যে ১২টিতে প্রথমে ব্যাট করা দল জয় লাভ করেছে। দু’টি ম্যাচ নষ্ট হয়েছে বৃষ্টিতে এবং ১২টি ম্যাচে জিতেছে পরে ব্যাট করা দল। তাই বলাই যায় আজকের ম্যাচে টস খুব বড় ভূমিকা নেবে না।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন