প্রশংসা করতে গিয়ে ধর্মের প্রসঙ্গ টেনে আনার কী প্রয়োজন ছিল! পাকিস্তানের তারকা অলরাউন্ডার আব্দুল রজ্জাককে এমনই প্রশ্ন করেছেন নেটিজেনরা। ভারত-ইংল্যান্ড ম্যাচ বিশ্লেষণ করছিলেন রজ্জাক। পাকিস্তানের এক টিভি চ্যানেলের জন্য ভারতীয় বোলিং বিভাগের পর্যালোচনা করছিলেন তিনি। সেখানে মহম্মদ শামির কথা উঠতেই তিনি আচমকা বাংলার পেসারের ধর্ম টেনে আনলেন। যদিও শামির প্রশংসা করতে গিয়ে তাঁর ধর্মের প্রসঙ্গ টেনে আনার কোনও দরকার ছিল না। কিন্তু পাকিস্তানের প্রাক্তন তারকা সেটা করলেন ইচ্ছাকৃতভাবেই।
ভুবনেশ্বর কুমার সম্পূর্ণ ফিট থাকলে মহম্মদ শামির বিশ্বকাপে নিয়মিত খেলাটা হয়তো সম্ভব হত না। ইতিমধ্যে বিশ্বকাপের ইতিহাসে দশম বোলার ও ভারতের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। চার ম্যাচে ১৪টি উইকেট পেয়েছেন শামি। ভারতীয় ক্রিকেট সমাজের অনেকেই এখন শামি-বন্দনা করছেন। একইভাবে পাকিস্তানেও আলোচনা চলছে শামির পারফরম্যান্স নিয়ে। পাকিস্তানের একাধিক প্রাক্তন তারকা শামির পারফরম্যান্সে মুগ্ধ। কিন্তু এসবের মাঝে হঠাত্ করেই ধর্ম টেনে এনেছেন আব্দুল রজ্জাক।
রজ্জাক পাকিস্তানের এক টিভি শো-তে বলেছেন, মুসলিম বলেই নাকি শামি এমন পারফরম্যান্স করছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে পারেনি ভারত। কিন্তু শামি বল হাতে দারুণ পারফর্ম করেছিলেন। দশ ওভার বোলিং করে ৬৯ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছিলেন শামি। তার পর থেকেই শামির প্রশংসা চারিদিকে। রজ্জাক এদিন বললেন, ”শামি খুব ভাল পারফর্ম করছে। এটা আমাদের জন্যও ভাল খবর। ও একজন মুসলিম। তাই জন্যই ও ইংল্যান্ডের বিরুদ্ধে মন দিয়ে খেলেছে ও ভাল পারফর্ম করতে পেরেছে।”
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন