কলকাতা: বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি হয় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।তেমনই সম্ভাবনা রয়েছে আজও।
সকালে গরম থাকলেও মঙ্গলবার ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বুধবার গরম কমেনি। কমেনি ঘর্মাক্ত পরিস্থিতি। সকাল থেকেই যথারীতি শুরু হয়েছে অস্বস্তিকর গরম। যা দিনভর চলবে, বিকালে হতে পারে ঝড় বৃষ্টি।
টানা প্রায় এক মাস ধরে সর্বোচ্চ আর্দ্রতা ৯০ এর উপরে রয়েছে। সেটাই আজ বুধবারও কলকাতাকে ভোগাবে।
আর্দ্রতা মাত্রার দিকে দেখলে তা আরও স্পষ্ট হবে। কাল যে বৃষ্টি হয়েছে তাতে কলকাতার আর্দ্রতা কমেনি, উল্টে আরও এক ধাপ বেড়েছে। সকালের তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় কমেছে কিন্তু আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি যে জারি থাকবে তার প্রমান মিলছে। বুধবার শহরের সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৬৮ শতাংশ। মঙ্গলবার তা ছিল সর্বোচ্চ ৯৫ সর্বনিম্ন ৬৭ শতাংশ। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি বেশি। আজ তা হয়েছে ২৬.৪, যা স্বাভাবিক।
এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, দিনক্ষণ স্পষ্ট না হলেও পথ পরিস্কার থাকায় দক্ষিনবঙ্গে বর্ষা আসতে পারে চলতি সপ্তাহের শেষের দিকে। আবার বিহারের দক্ষিণভাগ হয়ে, ঝাড়খণ্ড, এবং পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার হাত ধরেই বর্ষা দক্ষিণবঙ্গে আসে না কি আরও অন্য কোনও সিস্টেমের হাত ধরে বর্ষার বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে এখন সেদিকেই তাকিয়ে হাওয়া অফিস।
অন্যদিকে, রবিবার বঙ্গোপসাগরের উত্তর উপকূল ঘেঁষে অসমের গোয়ালপারা, আলিপুরদুয়ার এবং গ্যাংটক হয়ে বর্ষা ঢুকছে বাংলায়। হাওয়া অফিস জানায় উত্তরবঙ্গ এবং সিকিমে ঢুকেছে মৌসুমী বায়ু। মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসছে উত্তর সিকিম, ফুঁসছে তিস্তা-সহ সমস্ত নদী।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন