নিজস্ব প্রতিবেদন: রাজকুমার হিরানির সঙ্গে তাঁর আগামী ছবির গুজব ওড়ালেন শাহরুখ খান। স্পষ্ট করলেন, রাজকুমার বা ফারাহ খান-রোহিত শেট্টি কারওর সঙ্গেই ছবি করছেন না বাদশা। এখন কোনও ছবিতে হাত দেওয়ার কথা ভাবছেন না। শাহরুখের মন্তব্য,”হৃদয় থেকে সাড়া পাচ্ছি না”।
শেষ ছবি ‘জিরো’-র বক্স অফিসে ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের বিরতি নিয়েছেন অভিনেতা। অতিসম্প্রতি শোনা যাচ্ছিল, পরবর্তী ছবির জন্য ‘থ্রি ইডিয়টস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কথাবার্তা বলছেন শাহরুখ। কিন্তু, সেই জল্পনাও উড়িয়ে দিলেন তিনি। সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, “আমার কাছে এই মুহূর্তে কোনও ছবি নেই। সাধারণত একটা ছবি শেষ হওয়ার ৩-৪ মাসের মধ্যেই নতুন ছবি শুরু করে দিই। কিন্তু এবার আমার ইচ্ছাই হচ্ছে না। মন চাইছে না। আরও সময় নেওয়া উচিত বলে মনে করছি। সিনেমা দেখা, গল্প শোনা ও বই পড়া ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রেখেছি। এমনকি আমার ছেলেমেয়েরা এখনও কলেজে পড়ছে। মেয়ে কলেজে পড়ছে। ছেলের কলেজের পাঠ শেষ হতে চলেছে। তাই পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চাই।”
এর আগে চিনে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন,”এখনই আমি কোনও সিদ্ধান্ত নিই নি। সম্ভবত জুনে ছবির শ্যুটিং শুরু করব। এনিয়ে পরে সিদ্ধান্ত নেব। শুধু ছবির প্রস্তাবগুলি নিয়ে ভাবনাচিন্তা করছি। জুনের মধ্যে ছবি বাছাইয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলব।”
ফলে সঠিকভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না, কবে শাহরুখ ফের বড়পর্দায় ফিরবেন! প্রসঙ্গত, কিং খানের শেষ হিট ছবি ছিল ‘হ্যাপি নিউ ইয়ার’। সমালোচকদের সেরকম প্রশংসা না পেলেও বক্স অফিসে বেশ সাফল্য অর্জন করেছিল এই ছবি। কিন্তু তারপর ‘দিলওয়ালে’, ‘রইস’, ‘জিরো’ পরপর মুখ থুবড়ে পড়ে। মাঝে কথা চলছিল, ডন থ্রি-তে দেখা যেতে পারে তাঁকে। সে কারণে নাকি রাকেশ শর্মার বায়োপিক ছেড়ে দিয়েছেন কিং খান। কিন্তু সেটাও এখন তিমিরে। অনেকেই বলছেন, তিনটি ছবি ফ্লপ হওয়ার পর মানসিকভাবে নিজেকে গুছিয়ে নিতে চাইছেন শাহরুখ। ছবির চিত্রনাট্য বাছার আগে দুবার ভাবছেন। বিরতির পর বলিউড বাদশা কেমন ছবি বেছে নেন, সেই দিকেই তাকিয়ে তাঁর অনুরাগীরা।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন