ক্রেতা টানতে বাজাজ এ বার বাজারে আনছে পালসার ১২৫। ভারতের বৃহত্তম বাইক রফতানি সংস্থা বাজাজ জানিয়েছে, ১২৫ সিসির ইঞ্জিনের বাজারে ‘পালসার ১২৫’ নবতম সংযোজন হতে চলেছে। বিদেশের বাজারে ‘বাজাজ ১২৫’ বিক্রি হলেও ভারতের মোটরসাইকেলের বাজারে তা আসেনি। তবে আগামী দু’মাসের মধ্যেই এই বাইক বাজারে চলে আসবে বলে দাবি বাজাজের।
১৫০ সিসির বাইকের দাম কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে। সেই ক্রেতাদের একটা অংশকে টানতেই বাজাজ বাজারে আনছে ১২৫-এর এই মডেল। এ ছাড়া গত পয়লা এপ্রিল থেকে নতুন মোটরসাইকেলের দাম বেড়েছে। কারণ বাইকের ক্ষেত্রে নতুন নিয়ম হয়েছে যে, ১৫০ সিসির বাইকের ক্ষেত্রে এবিএস রাখতেই হবে। এবং ১২৫ সিসির ক্ষেত্রে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম রাখতে হবে। বাইক যাতে পিছলে গিয়ে দুর্ঘটনা না ঘটে, তার জন্যে এবিএস খুবই কার্যকরী। কিন্তু এতে বাইকের দাম বেড়ে যায় প্রায় ৭-৮ হাজার টাকা। অন্য দিকে, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমের জন্য দাম ২ হাজার টাকার কাছাকাছি বাড়ে। তাই বাজাজের এই সিদ্ধান্ত।
এই মডেলটি বাজারে থাকা বাজাজ ১৫০ সিসি বাইকের মতো হলেও দাম কমার দরুণ ক্রেতাদের আগ্রহ বাড়বে বলেই দাবি ওই সংস্থার।
সাধারণ মানুষের জন্য বড়সড় ধাক্কা। সম্প্রতি তেলের দাম কমলেও এবার ধাক্কা এল অন্যদিক থেকে। আরো পড়ুন
গত বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে রাজ্যগুলিকে মোট ১ লক্ষ কোটি টাকা সুদবিহীন ঋণ দেবে কেন্দ্র। আরো পড়ুন
বয়স তার মাত্র ১০ মাস। এ সময় তো বাবা-মায়ের আদর খাওয়ার কথা তার। খেলা করার কথা। আরো পড়ুন
ভারতের স্পাইসজেটের একটি বিমানকে আচমকাই জরুরি অবতরণ করানো হল পাকিস্তানের বিমানবন্দরে। আরো পড়ুন
একমাসের ব্যবধানে ফের বাড়ল ডিমের দাম (Egg Price)। আরো পড়ুন
44 কোটি গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( State Bank of India) বা SBI। আরো পড়ুন
নতুন পোর্টালের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো পড়ুন
বহরে বাড়ছে বৈষম্য! দেশের আর্থিক অবস্থা নিয়ে কথা বলতে গেলে বোধহয় এটাই সবার আগে বলা উচিত। আরো পড়ুন
যত খুশি ছুটি নাও, চাকরি যাওয়ার ভয় নেই! আরো পড়ুন