ফ্লিপকার্ট সংস্থা নিয়ে এল ইউজারদের জন্য নতুন অফার। এত দিন ফ্লিপকার্টের সঙ্গে কোনও ব্যাঙ্কের পার্টনারশিপ ছিল না। এ বার অ্যাক্সিস ব্যাঙ্কের সহযোগী হিসাবে ফ্লিপকার্ট লঞ্চ করল একটি নতুন কো-ব্যান্ডেড ক্রেডিট কার্ড। ওই ক্রেডিট কার্ড থেকে ইউজাররা বিভিন্ন অফার পাবেন। তাঁর মধ্যে থাকবে আনলিমিটেড ক্যাশব্যাক অফার, ইএমআই সেভিংস, ডাইনিং ডিলাইটস অফার-সহ অনেক কিছু।
সংস্থার তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ২জিইউডি অ্যাপগুলো থেকে পাওয়া যাবে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক অফার। এ ছাড়াও মেক মাই ট্রিপ, গোআইবিবো, উব্র, পিভিআর, কিয়োরফিট, আরবান ক্ল্যাপ— এই ধরনের অনলাইন অ্যাপগুলোতে ৪ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক অফার মিলবে। অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানও ১.৫ শতাংশ ক্যাশব্যাক অফার দেবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট। তারা আরও জানিয়েছে যে, প্রতি মাসে ইউজারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা জমা হবে।
নতুন এই ফ্লিপকার্ট-অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের জন্য গ্রাহককে দিতে হবে বছরে মাত্র ৫০০ টাকা। কিন্তু যদি কোনও গ্রাহক বছরে ২ লাখ টাকার উপর কেনাকাটা করেন তা হলে তাঁকে আর ওই বার্ষিক ফি দিতে হবে না। তিনি ওই টাকাটা ছাড় পাবেন।
এর আগে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে স্ন্যাপডিল, স্টেট ব্যাঙ্কের সঙ্গে আইআরসিটিসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে অ্যামাজন সহযোগী সংস্থা হিসেবে কো-ব্যান্ডেড কার্ড বার করে। পেটিএম এবং ওলাও এর আগে একই ধরনের ক্রেডিট কার্ড লঞ্চ করেছে।
ফ্লিপকার্ট সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি এক বার্তায় জানিয়েছেন, ‘‘কো-ব্র্যান্ডেড এই ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক বিভিন্ন রকমের অফার পাবেন। ভারতের সব জায়গায় যাতে ওই সুবিধা মেলে সে দিকেও নজর থাকবে আমাদের।’’
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন
অপেক্ষার অবসান। অবশেষে 4% DA বৃদ্ধি করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আরো পড়ুন
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী পরিবহণ কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরো পড়ুন
রাজ্য সরকারি কর্মচারিদের (State Government Employee) জন্য সুখবর। আরো পড়ুন
17 সেপ্টেম্বর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আরো পড়ুন