বহু প্রতীক্ষার পর এই বছরের প্রথমার্ধে বার্সেলোনায় নোকিয়া ৯ পিওর ভিউ লঞ্চ করেছিল। তারপর থেকেই ভারতে কবে এই ফোন আসবে তার জল্পনা চলছিল। কিন্তু মিলছিল না কোনও সঠিক তথ্য। ফোনটির আকর্ষণীয় ফিচারের জন্যই ক্রেতাদের মধ্যে এত উৎসাহ ছিল। সেই উৎসাহ ও চাহিদা পূরণ করতে অবশেষে ভারতে আসছে নোকিয়া ৯ পিওর ভিউ।
সংস্থার অফিশিয়াল টুইটারে নোকিয়া ৯ –এর টিজার প্রকাশ পাওয়ায় ভারতের বাজারে যে এই ফোন খুব শীঘ্রই আসবে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে নোকিয়া প্রস্তুতকারক সংস্থা এইচএমডি গ্লোবাল ফোনটির লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কিছু জানাননি। টুইটটিতে বলা হয়েছে, “এ বার সেরা ছবিটি পেয়ে যান ৫টি ছবির সংমিশ্রণে। নোকিয়া ৯ পিওর ভিউ নিয়ে আসছে আল্টিমেট ফোকাল লেন্থ কন্ট্রোল।”
এই ফোনের সবথেকে বড় আকর্ষণ হল এর ৫টি ক্যামেরা। তবে শুধু এতেই চমক শেষ হয়ে যাচ্ছে না। এই ক্যামেরার বিশেষত্ব হল, ছবি তোলার সময় ৫টি ক্যামেরাই এক সঙ্গে চালু হবে এবং ৫টি ছবি এক সঙ্গে মিলিত হয়ে একটি ছবিতে পরিণত হবে। ক্যামেরায় রয়েছে জিয়াস সার্টিফায়েড লেন্স। ৫টি ক্যামেরার মধ্যে তিনটি ক্যামেরা ১২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর দ্বারা তৈরি এবং দু’টি ২০ মেগাপিক্সেলের আরজিবি সেন্সর দ্বারা তৈরি।
ভারতে এই ফোনের দাম এখনও জানানো না হলেও আমেরিকায় এই ফোনের দাম ৬৯৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় ৪৯ হাজার ৭০০ টাকা। ফোনের আনুষ্ঠানিক লঞ্চের দিনই দাম সম্পর্কে জানা যাবে। তবে ভারতেও এই একই দাম ধার্য করা হবে মনে করা হচ্ছে। কেবলমাত্র একটি রং- মিডনাইট ব্লু’তেই পাওয়া যাবে এই ফোনটি।
নোকিয়া ৯ পিওর ভিউয়ের বিশেষত্বগুলি হল-
এই ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর স্ন্যাপড্রাগন যা গুগলের ফটো অ্যাপ্লিকেশনের সঙ্গে ভাল ভাবে কাজ করার জন্য ও ক্যামেরা সেটআপ অপ্টিমাইজ করতে গুগলের সঙ্গে কাজ করে।
ভারতে এই ফোন কবে পাওয়া যাবে তাঁর জন্য অপেক্ষা করতে হবে নোকিয়ার প্রস্তুতকারক সংস্থা এইচএমডি গ্লোবালের ঘোষণার, তবে ফোনের ক্যামেরায় এরকম বিশেষত্ব আগে কখনও না থাকায় চাহিদা আকাশছোঁয়া হবে, সেই সম্পর্কে আশাবাদী প্রস্তুতকারকরা।
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন
অপেক্ষার অবসান। অবশেষে 4% DA বৃদ্ধি করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আরো পড়ুন
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী পরিবহণ কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরো পড়ুন
রাজ্য সরকারি কর্মচারিদের (State Government Employee) জন্য সুখবর। আরো পড়ুন
17 সেপ্টেম্বর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আরো পড়ুন