অজ্ঞাতপরিচয় এক মোটরবাইক চালকের দাপটে রীতিমতো আতঙ্কে ভুগছিলেন লেক থানা এলাকার মহিলারা। একের পর এক অভিযোগ আসতে থাকে লেক থানায়। মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তির শিকার ১৭ থেকে ৩৭, সব বয়সের মহিলারাই।
রাস্তা একটু ফাঁকা থাকলেই ওই মোটরবাইক চালক পথচলতি একা মহিলা বা তরুণীর গায়ের কাছে এসে চলন্ত বাইক থেকেই যৌন নিগ্রহ করে বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যেত। লেক থানায় প্রথম অভিযোগটি নথিভুক্ত হয় ২ এপ্রিল। এর পর একই রকম বাইক চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নথিভুক্ত হয় মে মাসের ২০ তারিখ। প্রথম দু’টি ক্ষেত্রেই অভিযোগকারীরা অল্প আলোয় হেলমেট ঢাকা বাইক চালকের মুখ দেখতে পাননি। বাইকের নম্বরও দেখতে পাননি। ডিসি দক্ষিণ-পূর্ব অজয় প্রসাদ বলেন, ঠিক একই রকম বাইকচালকের বিরুদ্ধে তৃতীয় অভিযোগটি নথিভুক্ত হয় ২০ জুন।
পুলিশ সূত্রে খবর, প্রথম দিকে অভিযোগগুলি নিয়ে প্রাথমিক তদন্ত করে বিশেষ কিছু না পেয়ে হাল ছেড়ে দেয় পুলিশ। কিন্তু তৃতীয় অভিযোগটি নথিভুক্ত হওয়ার পরই ডিসি নিজে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন। কারণ, পুলিশ সূত্রে খবর, তিনটি এফআইআর হলেও, আরও অনেক মহিলা একই অভিযোগ করেন, কিন্তু তাঁরা অনেকেই শেষ পর্যন্ত মামলা দায়ের করতে রাজি হননি।
লেক থানায় একটি বিশেষ দল গঠন করা হয় ওই বাইক চালককে চিহ্নিত করার জন্য। প্রথম দিকে কোনও সূত্র না থাকায় খড়ের গাদায় সূচ খোঁজার মতো হাল হয় পুলিশের। প্রতিটি ঘটনাস্থলে এবং তার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, ওই ভাবে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়েই ঘটনাস্থলের আশপাশে এবং ঘটনার সময়ে এক বাইক চালককে দেখা যায়। প্রতিটি ঘটনার সময়েই সিসি ক্যামেরায় বাইকের নম্বর স্পষ্ট দেখা না গেলেও ওই বাইকে দেখা যায় ২০ লিটারের প্যাকেজড জলের জার। সেই জলের জার কারা বাড়ি বাড়ি বাইকে করে সরবরাহ করে তা নিয়ে খোঁজ করতে করতেই হদিশ মেলে অভিযুক্তের।
রবিবার রাতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত বাইকচালক বিকাশ কুমার গুপ্তকে। তিরিশ বছর বয়সী বিকাশের বাড়ি লেক গার্ডেন্স এলাকার সুপার মার্কেটের কাছে। বাবার মুদির দোকান। সে নিজে বাড়ি বাড়ি প্যাকেজড জল সরবরাহ করে। পুলিশ সোমবার ধৃতকে আদালতে পেশ করে। আদালত ১৫ জুলাই পর্যন্ত ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সনাক্তকরণ প্যারেডের জন্য। তদন্তকারীরা জানিয়েছেন, শুধু লেক থানা এলাকাই নয়, ওই ব্যক্তি ঠিক একই ভাবে আশপাশের রবীন্দ্র সরোবর, গড়িয়াহাট এলাকাতেও অনেক মহিলার শ্লীলতাহানি করেছে।
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন