ঘন কালো আঁধার নামছে যেন। এক হাতে ছুরি আর এক হাতে সেই ছুরির দাগ… মাটিতে পড়ে থাকা মেয়ে। হাতে সুইসাইড নোট… পাশে বিন্দু বিন্দু রক্ত… শিউরে উঠতে হয়! মনে পড়ে যায় জিডি বিড়লার দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালের আত্মহত্যার ঘটনা।
স্তম্ভিত গোটা সমাজ! আজও মুচড়ে ওঠে ভেতরটা। সেই ঘটনাই গানের মাধ্যমে সামনে আনলেন চৈতালি লাহিড়ী। বিষয়ের স্বাতন্ত্রেই নয়, নিজের মেয়ে মহুলকে দিয়ে তিনি কৃত্তিকা পালের অভিনয় করিয়েছেন!
মেয়ের এ রকম চরিত্রে অভিনয়! কী মনে হয়েছিল রূপঙ্করের? ‘‘আসলে ‘দয়াল গুরু’ গানের মিউজিক ভিডিয়োর কথা ভাবতে গিয়ে দ্রোণ আমাদের এই ভাবনাটা সামনে আনে। ওর মনে হয়েছিল আমার মেয়ে মহুল যদি এই কিশোরীর চরিত্রটা করে। স্বভাবতই এ রকম একটা অভিনয়ের জন্য মহুলের কথা বলতে ও ইতস্তত করছিল। মহুল তো নাটক করে আমাদের দলে। আমি বলি, এই চরিত্র মহুল করুক,’’ বললেন রূপঙ্কর। কিশোর সময়ের আত্মহত্যা এই সমাজে যেন খুব চেনা ঘটনার মতো বার বার খবরে, আলোচনায় উঠে আসছে। কী বলছেন চৈতালি? নিজের মেয়ের সুইসাইড নোট লেখার অভিনয়ের দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। ‘‘এখনও অবধি যাঁরা যাঁরা এই ভিডিয়োটি দেখেছেন তাঁরা অনেকেই আমাকে বলেছেন, এ কি! মহুলকে দিয়ে এমন কাজ! কেন? আমি কেমন ধারা মা? একটুও বুক কাঁপল না? মেয়েকে দিয়ে সুইসাইড নোট লেখানো, প্লাস্টিকের ব্যাগটা ওর মুখে বেঁধে দিতে গিয়ে বিশ্বাস করুন, আমিও কেঁপে উঠেছিলাম| মহুলও চোদ্দো, মহুলও নাইন| কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হয়।’’
এগিয়ে এসেছেন রূপঙ্কর আর চৈতালি। এই ভিডিয়ো শুধু আত্মহত্যা দেখায় না। তার থেকে সব কিশোর বয়সকে মুক্তির আকাশে শক্ত মনে ডানা মেলে ওড়ার আশ্বাস দেয়। এই আশ্বাস চৈতালির কণ্ঠ থেকে আসে। ‘দয়াল গুরু’ এমনই এক গান। গানকে কেবলমাত্র বিনোদনের জায়গায় দেখতে চাননি দ্রোণ আচার্য। ‘‘চৈতালিদি অসম্ভব ভাল গেয়েছে গানটা। কিন্তু আমি চাইনি নৌকো আর নদী দিয়ে গানের ভিজুয়াল তৈরি করতে। গানকেও তো আজকের বিষয়ের মধ্যে দিয়ে দেখতে হবে। এই গানের করুণ সুর আমায় কৃত্তিকা পালের ঘটনাকে সামনে এনে দাঁড় করিয়েছে। তাই এ ভাবে গানের ভিডিও শুট হয়েছে।’’ বললেন দ্রোণ। যে যাই বলুন না কেন, এ গান হাজার হাজার কৃত্তিকার আলোয় ফেরার গান। চৈতালির গানের সঙ্গে গিটার বাজিয়েছেন রূপঙ্কর।
‘‘মহুল যেমন অভিনয় করতে করতেই বলল, মা যাই হোক না কেন! কেউ আত্মহত্যা করবে কেন? এই অভিনয়ের মাধ্যমেই হয়তো মহুল ঝড়ের মাঝে একলা আলোর সন্ধান পেল!’’ স্বস্তির স্বরে বললেন চৈতালি। ‘দয়াল গুরু’ কেবল আর গান রইল না! মৃত্যুকে আহুতি দিয়ে ফিরল জীবনের গল্পে।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন