পেশওয়া বাজিরাও থেকে আলাউদ্দিন খিলজি হয়ে হরিয়ানা হ্যারিকেন। ফের নতুন ভূমিকায় রণবীর সিং। জন্মদিনে প্রকাশ করলেন আগামী ছবি ’৮৩-র লুক। মেকআপের যাদুতে সেখানে তিনি যেন হুবহু কপিল দেব— ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক। রণবীর যে ছবি প্রকাশ করেছেন সেখানে তাঁর পরনে ক্রিকেটীয় সাদা শার্ট। কব্জির মোচড়ে বাতাসে ভাসমান বল। দু’চোখে প্রত্যয় আর জেদ। যে জেদ হরিয়ানার মেঠো ছেলেকে করে তুলেছিল ভারতীয় ক্রিকেটের কপিল দেব নিখাঞ্জ।
ছবিটি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘জীবনের বিশেষ দিনে পেশ করলাম হরিয়ানা হ্যারিকেন, কপিল পাজিকে।’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র উচ্ছ্বসিত নেটিজেনরা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবাই একবাক্যে স্বীকার করেছেন, রণবীর এখানে হুবহু কপিল। ক্রিকেটার শিখর ধওয়ন লিখেছেন, ‘অবিকল কপিল পাজি ! জন্মদিনের অনেক শুভেচ্ছা।’
কপিল দেবের জীবন নিয়ে স্পোর্টস বায়োপিক ’৮৩ মুক্তি পাবে আগামী এপ্রিলে। ছবিতে রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আয়ুষ্মান খুরানা, অহনা কুমরা, সায়নী গুপ্তা, সান্যা মলহোত্র এবং দীপিকা পাড়ুকোন। পরিচালক কবীর খান। এর আগে ‘কাবুল এক্সপ্রেস’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গী ভাইজান’-এর মতো বেশ কিছু সাড়া জাগানো ছবি উপহার দিয়েছেন তিনি। যা বক্স অফিসের সঙ্গে মন জয় করেছে সমালোচকদেরও।
অগ্নিপরীক্ষায় রণবীরের পাশে আছেন তাঁর জীবনসঙ্গিনীই। ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর পরে ’৮৩-তেও পর্দায় রণবীর-দীপিকা রসায়ন। ফিল্মে তিনি কপিলের স্ত্রী রোমি। এই মুহূর্তে ছবির শুটিং চলছে লন্ডনে। ছবিতে সেরাটুকু দেওয়ার জন্য চেষ্টার কসুর করছেন না রণবীর। লন্ডনে উড়ে যাওয়ার আগে তিনি দশ দিন কাটিয়েছেন নয়াদিল্লিতে, কপিল দেবের বাড়িতে, যাতে ক্রিকেটারের পাশাপাশি তিনি চিনে নিতে পারেন মানুষ কপিল দেব নিখাঞ্জকেও।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন