প্রথমে শোনা গিয়েছিল দবং ৩-র হাত ধরে সলমনের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করছেন পরিচালক, অভিনেতা মহেশ মঞ্জরেকরের বড় মেয়ে অশ্বামী। কিন্তু এখন শোনা যাচ্ছে ব়ড় নয়, মহেশ মঞ্জরেকরের ছোট মেয়ে সাই দবং ৩ দিয়ে পা রাখতে চলেছেন বলিউডে। মুম্বইয়ের একটি সংবাদপত্র জানাচ্ছে, সলমন তাঁর বন্ধু মহেশ মঞ্জরেকরের ছোট মেয়েকে অভিনয়ে আনছেন। আর সাই-এর প্রথম ছবিই সলমনের বিপরীতে, পুলিশ ড্রামা দবং ৩-তে হতে চলেছে।
মহেশ মঞ্জরেকরের বড় মেয়ে অশ্বামীর অভিনয় জগতে পা রাখার পরিকল্পনা নেই। তবে তাঁর বোন অভিনয়কেই তাঁর পেশা করতে চান। ইতিমধ্যেই দবং ৩-এর কিছু দৃশ্য ও সলমন ও সাই-কে নিয়ে একটি গানও শ্যুট হয়েছে। দবং ৩ পরিচালনা করছেন প্রভু দেবা। এর আগে দবং সিরিজের প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ। দ্বিতীয় ছবিটি পরিচালনা করেছিলেন সলমনের ভাই আরবাজ খান। দু’টি ছবিই ব্লক বাস্টার হিট হয়েছিল। এবার দবং ৩ এর পালা।
Salman Khan to romance Saiee Manjrekar and not her sister Ashwami in Dabangg 3? https://t.co/NocixM53My pic.twitter.com/TclpkFVCZi— BollywoodSun (@BollywoodSun) July 16, 2019
দবং ৩-এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী স্টার সুদীপকে। তবে প্রথাগত খলনায়কের মতো নয়, এখানে সুদীপের চরিত্রটি সমলনের সঙ্গে সমান্তরাল ভাবেই আঁকা হয়েছে। তাকে প্রথমে ভাল মানুষ হিসেবেই দেখানো হয়েছে। কিন্তু পরিস্থিতির ফেরে তার ভূমিকা খলনায়কে পরিণত হয়।
কাশ্মীরি গালিচায় অনাবৃত রণবীর সিং। গায়ে সুতোটি নেই। হাত দিয়ে আড়াল করে রেখেছেন গোপনাঙ্গ। আরো পড়ুন
দশ দিনের লড়াইয়ের পর প্রয়াত ৮২ বছরের সংগীতশিল্পী ভূপিন্দর সিংহ। আরো পড়ুন
মাথায় কাঁচা-পাকা চুল, ন্যুড মেকআপ, প্রকাশ্যে ‘ইমারজেন্সি’র প্রথম লুক। আরো পড়ুন
বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। চলতি বছরেই অনুরাগীদের দোলাচলে রেখে শেষমেশ সাতপাকে বাঁধা পড়েছিলেন ‘রণলিয়া’। আরো পড়ুন
পঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা খুনের পর গাড়ির ভিতরেই উৎসব শুরু করেছিলেন দুই আততায়ী। আরো পড়ুন
২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ। তার পর থেকে সাফল্যের রেখা আকাশ ছুঁতে চলল রশ্মিকা মন্দান্নার। আরো পড়ুন
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! আরো পড়ুন
২০০৪ সাল। বলিউডের জনপ্রিয় পরিচালকের স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। আরো পড়ুন