মেষ- আজ আপনার ব্যবসা ভাগ্য খুব ভাল থাকবে। ইচ্ছা না থাকলেও ব্যয় হয়ে যেতে পারে। তবে স্ত্রীর কারণে খুব ভাল কোনও আয়ের ব্যবস্থা হতে পারে। খাদ্যের ব্যাপারে সংযত না হতে পারলে স্বাস্থ্যের অবনতি হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানদের জন্য কোনও কারণে চিন্তা বাড়তে পারে। ধর্ম আলোচনায় মন দিতে পারলে মনে শান্তি আসবে। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
বৃষ- আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পেরে মনে দুঃখের ছায়া। চোখের সমস্যায় ভোগান্তি। নিজের বাকপটুতায় প্রভূত্ব বিস্তারে সক্ষম হবেন। প্রচুর উদ্দ্যমে কাজ করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত। হঠাৎ করে কোনও আয় অবাক করতে পারে। শৌখিনতার জন্য খরচ। পরিবারের সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভবনা।
মিথুন– আজ সারা দিন ব্যবসায় স্বচ্ছলতা থাকবে, উপার্জন ভালই হবে। বিদ্যার্থীদের একটু সতর্ক থাকতে হবে। মায়ের ব্যবহারে মনে কষ্ট। যুক্তিপূর্ণ কথার জন্য কর্মস্থানে সহকর্মীর মন জয়। প্রশাসনিক কোনও কাজের দায়িত্ব এসে পড়তে পারে। তর্ক-বিতর্ক থেকে একটু দূরে থাকবেন। শেয়ার ব্যবসা করলে লাভবান হতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক অসুস্থতা আসতে পারে।
কর্কট- আজ নানা দিক থেকে প্রচুর বাধা আসতে পারে, থেমে গেলে ব্যবসায় ক্ষতি। সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জল হওয়ার সম্ভাবনা আছে। খুব নিজের কারও কাছ থেকে ভাল কিছু উপহার পেতে পারেন। নিজের কর্ম কৌশলে চাকরির জায়গায় সুনাম অর্জন। চিকিৎসকদের জন্য সময়টা খুব ভাল। রাজনীতির কাজে খুব একটা না এগোনই শ্রেয়। স্বামী-স্ত্রীতে হঠাৎ কোনও কারণে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে।
সিংহ- কাজের জায়গায় আজ খুব সাবধানে থাকতে হবে, কোনও বিষয়ে অপবাদ জুটতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। আজ কিছু দান করে আনন্দ পাবেন। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক-শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। আজ অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কেটে যাবে।
কন্যা– শিল্পী মনোভাবাপন্নদের সারা দিন খুব শুভ। উচ্চ শিক্ষার জন্য বিশেষ সুযোগ আসবে। আজ সারা দিন খুব একাকিত্ব ভাব কাজ করবে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অভাবনীয় কোনও পরিবর্তন হতে পারে। আত্মীয়দের আজ বেশি বিশ্বাস না করাই ভাল। নতুন বাড়ি তৈরির পরিকল্পনা হতে পারে। গুরু জনের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা।
তুলা- আজ সব কিছু জানার আগ্রহ খুব বেশি থাকবে। জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পাবেন। আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে মনে শান্তির উদয়। গবেষণায় আজ সফল হতে পারেন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। শত্রুদের সঙ্গে আজ আপস করে চলুন। শত্রু পক্ষ আইনি ব্যবস্থা নিতে পারে। পশুদের কাছ থেকে সাবধানতা অবলম্বন করুন।
বৃশ্চিক- অতিরিক্ত উদাসিন মনোভাব আজ ব্যবসার ক্ষতি করতে পারে। অকারণে সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। পড়াশোনায় অতিরিক্ত পরিশ্রম প্রয়োজন। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা। আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকলেও সেটা বিকেলের দিকে ঠিক হয়ে যেতে পারে।
ধনু- চাকরিজীবীদের বদলির সময় আসছে। কোনও অশুভ চিন্তা আপনার মন চঞ্চল করবে। বিষয়-সম্পত্তি নিয়ে গুরু জনদের সঙ্গে মতবিরোধ। হাড়ের রোগে ভোগান্তির আশঙ্কা আছে। কোনও বন্ধুর সাহায্যে ব্যবসায় প্রচুর লাভের আশা। পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার ফল ভাল নাও হতে পারে। সংসারে অশান্তির ফলে মনে ক্লেশ। চক্রান্তের জন্য অতিরিক্ত ব্যয় হওয়ার আশঙ্কা।
মকর- কর্মে নতুন কোনও সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। তর্ক–বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়, অশান্তি হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসে সংসারে অশান্তি। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে সঞ্চয়ের ভাবনা করাই শ্রেয়। ভ্রমণের পরিকল্পনায় বাধা। সম্পত্তির অধিকার চাওয়ায় অশান্তি। জলপথে বিপদ হতে পারে, খুব সাবধানে চলাফেরা করুন।
কুম্ভ- আজ আপনার দ্বারা এমন কিছু ভুল কাজ হবে, যা মানসিক কষ্ট সৃষ্টি করবে। আজ উপার্জন ও সঞ্চয় দুটোই সমান থাকবে। শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। কোনও বন্ধুর থেকে সাহায্য পাবেন। আজ উচ্চাশা সফল হওয়ার দিন। কেউ আপনার দ্বারা খুব উপকৃত হবেন। ফুটবল খেলার সঙ্গে যুক্তদের শুভ সময়। প্রেমে পা বাড়ানো উচিত হবে না।
মীন- ব্যবসায় খুব ভাল ফল পাবেন। ঠান্ডা লাগার জন্য শরীরে কষ্ট বাড়তে পারে। অনেক দূর থেকে বাড়িতে অতিথি আসতে পারে। সন্তানের চঞ্চলতা বৃদ্ধি। বিলাসিতার জন্য খরচ হতে পারে। মুখের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। আয়ের দিকে একটু বাধা থাকলেও আয় হবে। বিবাহের জন্য আলোচনার সম্ভাবনা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
পরিসংখ্যান বলছে সম্প্রতি বিশ্ব জুড়ে ১২টি বিমান দুর্ঘটনায় মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। আরো পড়ুন
ছোট-বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার। আরো পড়ুন
টিফিন নিয়ে খুদেদের বায়নার শেষ নেই! টিফিনে ভালমন্দ খাবার না থাকলেই সেই খাবার আবার ফিরে আসে বাড়িতে। আরো পড়ুন
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল কালীপুজো। আরো পড়ুন
অতিরিক্ত মেদ কিংবা ডায়াবিটিস থেকে মুক্তির সহজ সমাধান হিসাবে অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। আরো পড়ুন
আলু খেতে ভালবাসেন, এমন মানুষের সংখ্যা কম নয়। আরো পড়ুন
পুজো মানেই ভূরিভোজ। জমিয়ে খাওয়াদাওয়া। আরো পড়ুন
চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা। আরো পড়ুন
চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশ। আরো পড়ুন
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা সকলেরই জানা। আরো পড়ুন