আন্তর্জাতিক ন্যায় আদালতের রায়ের পর কুলভূষণ যাদব নিয়ে ভারত তার আগের অবস্থানেই অটল থাকল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার সংসদের দুই কক্ষ- লোকসভা ও রাজ্যসভায় ফের জানালেন, ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবকে ‘অবৈধ ভাবে’ গ্রেফতার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাক সামরিক আদালত যে কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে, সেটাও একতরফা। ইসলামাবাদের কাছে দাবি জানালেন কুলভূষণের মুক্তি ও ভারতের হাতে প্রত্যর্পণ।
আন্তর্জাতিক ন্যায় আদালতের রায়ের প্রশংসা করে এ দিনই তাঁর টুইটে পাক প্রধানমন্ত্রী ইমরান খান লেখেন, ‘‘আন্তর্জাতিক আদালত বেকসুর খালাস ঘোষণা করেনি, ছেড়ে দিতে বা ভারতের হাতে তুলে দিতেও বলেনি কুলভূষণ যাদবকে। এই রায়ের প্রশংসা করছি।’’
তার কিছু ক্ষণের মধ্যেই এ দিন লোকসভায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘‘আমরা ফের পাকিস্তানের কাছে কুলভূষণ যাদবের মুক্তি ও ভারতের হাতে প্রত্যর্পণের দাবি জানাচ্ছি। ফের বলছি, অবৈধ ভাবে গ্রেফতার করা হয়েছিল কুলভূষণকে। ওই ঘটনা যে শুধুই ভারতকে অবাক করেছে, তাই নয়; যাঁরা আইনের শাসনে বিশ্বাস করেন, তাঁদের সকলেই বিস্মিত হয়েছেন।’’
বুধবার আন্তর্জাতিক ন্যায় আদালতও পাকিস্তানকে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছে। কুলভূষণের সঙ্গে যাতে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের অফিসাররা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ রেখে চলতে পারেন, ইসলামাবাদকে সেটাও সুনিশ্চিত করতে বলেছে আন্তর্জাতিক ন্যায় আদালত।
কুলভূষণের নিরাপত্তার দাবিতে ভারত যে লড়াই চালিয়ে যাবে, সে কথা জানিয়ে এ দিন বিদেশমন্ত্রী বলেছেন, ‘‘কঠিন পরিস্থিতিতে লড়াই করার ব্যাপারে যে সাহস দেখিয়েছে কুলভূষণের পরিবার, তা-ও দৃষ্টান্তমূলক। আমি এটা খুব জোরের সঙ্গে বলতে চাই যে, কুলভূষণের নিরাপত্তা, পাকিস্তানের জেলে তাঁর ভাল থাকা ও তাঁকে ভারতে ফিরিয়ে আনতে যথাসাধ্য চেষ্টা জারি রাখবে।’’
সংসদের দুই কক্ষে তাঁর এ দিনের বক্তব্যে জয়শঙ্কর এও বলেছেন, কুলভূষণকে গ্রেফতার করে ও তাঁর সঙ্গে ভারতীয় হাইকমিশনের অফিসারদের দেখা করার সুযোগ না দিয়ে পাকিস্তান যে ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, বুধবার রায় দিতে গিয়ে ইসলামাবাদকে সে কথাও মনে করিয়ে দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন