ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য স্বস্তির খবর। পাক আকাশসীমায় ভারতের সমস্ত অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল সে দেশের সরকার। ফেব্রুয়ারিতে ভারতীয় বায়ুসেনার বালাকোট অভিযানের পর থেকেই পাক আকাশসীমায় ভারতীয় বিমানের উড়ান আংশিক ভাবে নিষিদ্ধ করেছিল পাকিস্তান।
মঙ্গলবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে লাভবান হবে এয়ার ইন্ডিয়া। পাক আকাশসীমা বন্ধ থাকায় সংস্থার বহু আন্তর্জাতিক উড়ান ঘুরপথে যাতায়াত করছিল। যার ফলে এয়ার ইন্ডিয়ার প্রায় ৪৯১ কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতির বোঝা বইতে হয়েছে।
পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘এ দিন ১২টা ৪১ মিনিট থেকে সমস্ত এয়ারলাইন্সই পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। শীঘ্রই ভারতের বিমান সংস্থাগুলিও পাক আকাশে তার স্বাভাবিক যাত্রাপথে বিমান চালনা করতে পারবে।’’
১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামায় পাক জঙ্গি হামলার জবাবে পাল্টা অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা। ২৬ ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনা বিমান। তার পর থেকেই পাক আকাশসীমায় ভারতের বিমান সংস্থাগুলির উড়ানে আংশিক নিষেধাজ্ঞা জারি করে। ভারতীয় উড়ানের জন্য সে দেশের ১১টি রুটের মধ্যে দক্ষিণাঞ্চলের মাত্র ২টি রুট খোলা রাখে পাক সরকার। এর পাল্টা হিসাবে ৩১ মার্চ ভারতীয় বায়ুসেনা ঘোষণা করে, বালাকোট অভিযানের পর ভারতীয় আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞায় সরিয়ে নেওয়া হল। তবে তাতে এ দেশের বিমান সংস্থাগুলির খুব বেশি সুবিধা হয়নি। তারা পাক আকাশপথে পুরোপুরি খোলার অপেক্ষায় ছিল। ফলে এ দিনের সিদ্ধান্তে সবচেয়ে সুবিধা হবে দেশের বিমান সংস্থাগুলির।
পাক আকাশপথে উড়ান নিষিদ্ধ হওয়ার ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয় এয়ার ইন্ডিয়া-সহ এ দেশের একাধিক বিমান সংস্থা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরি ৩ জুলাই রাজ্যসভায় ক্ষতির পরিসংখ্যান জানান। সেই তথ্য অনুযায়ী, ২ জুলাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ৪৯১ কোটি টাকায় দাঁড়ায়। অন্য দিকে, স্পাইসজেট, ইন্ডিগো এবং গোএয়ারের মতো বেসরকারি বিমান সংস্থাগুলি যথাক্রমে ৩০ কোটি ৭৩ লক্ষ টাকা, ২৫ কোটি ১ লক্ষ টাকা এবং ২ কোটি ১ লক্ষ টাকার ক্ষতি হয়।
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন