হাতে সময় কম। পরিচর্যার জন্য অবসর খুব একটা মেলে না। তবু লম্বা ঘন চুলের কদর অনেকের কাছেই অমূল্য। চুলের ঠিকঠাক যত্ন না নিলে কিছুতেই মজবুত ও লম্বা চুল মেলে না। এ দিকে যত্নের জন্য প্রয়োজনীয় সময়ের অভাবের কারণেই অনেকে চুল ছোট করে ফেলেন।
এ ছাড়া বড় চুল রক্ষণাবেক্ষণেও কিছুটা সময় যায় ঠিকই। তবু কিছু নিয়ম মানলে ঘরোয়া ও কম সময়ের যত্নেই চুল হয়ে উঠতে পারে মজবুত ও লম্বা। ঠিক কী কী উপায় মেনে চললে মনের মতো লম্বা চুল পাবেন, হদিশ দিলেন রূপবিশেষজ্ঞ সোমা দত্তগুপ্ত।
তেল: কথাতেই বলে তেলে চুল তাজা। কাজেই তেল বাদ দিয়ে চুলের কোনও আধুনিক যত্ন সম্ভব নয়। প্রতি দিন রাতে কয়েক ফোঁটা নারকেল তেল ও এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করুন। হালকা ঠান্ডা করে মাথায় ভাল করে মাসাজ করুন। এতে মাথার ত্বক ও চুল দুই-ই পুষ্টি পাবে।
তেল: কথাতেই বলে তেলে চুল তাজা। কাজেই তেল বাদ দিয়ে চুলের কোনও আধুনিক যত্ন সম্ভব নয়। প্রতি দিন রাতে কয়েক ফোঁটা নারকেল তেল ও এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করুন। হালকা ঠান্ডা করে মাথায় ভাল করে মাসাজ করুন। এতে মাথার ত্বক ও চুল দুই-ই পুষ্টি পাবে।
ওষুধ: অনেকের শারীরিক কোনও অসুখের কারণে চুল বাড়তে চায় না। কারও বা চুল ঝরে যাওয়ার কারণও কোনও রোগ। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। ভিটামিন বি, বায়োটিন ও অ্যান্টিঅ্যাক্সিড্যান্ট সমৃদ্ধ সাপ্লিমেন্ট বা ওষুধের প্রয়োজন পড়লে তাও নিতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে।
কন্ডিশনার: শ্যাম্পুর পর অনেকেই কন্ডিশনার ব্যবহার করেন না। চুল বাড়াতে গেলে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করতেই হবে। নইলে চুল রুক্ষ্ম হবে ও ডগা ফাটবে।
ঠান্ডা জল: বর্ষা হোক বা শীত— চুল ধোয়ার জন্য গরম জল একেবারেই নয়। সবসময় ঠান্ডা জল ব্যবহার করুন। এমনকি শ্যাম্পু, কন্ডিশনারের পর চুলে ভাল করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিন।
যন্ত্র নয়: ঘন ঘন চুল স্ট্রেট করা, কার্ল করা বা শুকনো করার জন্য ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার করে থাকেন অনেকেই। এই সব যন্ত্রের প্রভাবে চুল নষ্ট হয় দ্রুত। গোড়া আলগা হয়, ডগাও ফাটে। তাই একান্ত প্রয়োজন না পড়লে যন্ত্র এড়িয়ে চলুন। মাসে এক বারের বেশি যন্ত্রের ব্যবহার না করাই ভাল।
পরিসংখ্যান বলছে সম্প্রতি বিশ্ব জুড়ে ১২টি বিমান দুর্ঘটনায় মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। আরো পড়ুন
ছোট-বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার। আরো পড়ুন
টিফিন নিয়ে খুদেদের বায়নার শেষ নেই! টিফিনে ভালমন্দ খাবার না থাকলেই সেই খাবার আবার ফিরে আসে বাড়িতে। আরো পড়ুন
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল কালীপুজো। আরো পড়ুন
অতিরিক্ত মেদ কিংবা ডায়াবিটিস থেকে মুক্তির সহজ সমাধান হিসাবে অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। আরো পড়ুন
আলু খেতে ভালবাসেন, এমন মানুষের সংখ্যা কম নয়। আরো পড়ুন
পুজো মানেই ভূরিভোজ। জমিয়ে খাওয়াদাওয়া। আরো পড়ুন
চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা। আরো পড়ুন
চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশ। আরো পড়ুন
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা সকলেরই জানা। আরো পড়ুন