বিরোধীদের আপত্তি উড়িয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠ লোকসভায় পাশ হয়ে গেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)সংশোধনী বিল। আর সেখানেই তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহএবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। ‘‘এ ভাবে ভয় দেখাতে পারবেন না’’ বলে সরাসরি অমিত শাহের উদ্দেশে মন্তব্য ছুড়ে দেন ওয়েইসি। জবাবে শাহ বলেন, ‘‘আপনার মনে ভয় ঢুকে গেলে আমরা কী করতে পারি!’’
২৬/১১ মুম্বই হামলার পর, ২০০৯ সালে মনমোহন সিংহ সরকারের আমলে এনআইএ গঠিত হয়। এত দিন এনআইয়ের ভূমিকা সন্ত্রাস দমন তথা তদন্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এ বার তাতে মানব পাচার, দেশবিরোধী গতিবিধি, জাল নোট, বেআইনি অস্ত্রের নির্মাণ ও কারবার, সাইবার সন্ত্রাস এবং ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইনের আওতায় থাকা অপরাধগুলিও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বার থেকে বিশেষ আদালত গড়ে কোনও মামলার শুনানিও করতে পারবে এনআইএ।
সেই সঙ্গে, এ বার থেকে শুধুমাত্র দেশের অন্দরেই নয়, বিদেশ বিভুঁইয়ে ভারতীয়দের উপর হামলা হলে, সেখানে গিয়েও তদন্ত করতে পারবেন ভারতীয় গোয়েন্দারা। তবে লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ বলে বিলটি পাশ হয়ে গেলেও, রাজ্যসভাতেও সেটিকে পাশ করাতে হবে বিজেপিকে। তাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করলে তবেই নয়া আইন চালু হবে।
এ দিন সেই নিয়ে আলোচনা চলাকালীনই বিলটির বিরুদ্ধে আপত্তি তোলেন বিরোধীরা। বিলটিতে সংশোধন ঘটিয়ে কেন্দ্রীয় সরকার আদতে এনআইএ-র অপব্যবহার করতে চাইছে বলে অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের নিরস্ত করতে শাহ জানান, ধর্মের নিরিখে এই বিলের অপব্যবহার কোনও ভাবেই হতে দেবে না সরকার। বরং ধর্ম যাই হোক না কেন, সব ধরনের সন্ত্রাসকে নির্মূল করাই তাঁদের লক্ষ্য। কিন্তু তা নিয়ে হই হট্টগোলের মধ্যেই মারাত্মক অভিযোগ তোলেন বিজেপি নেতা সত্যপাল সিংহ। নাম না করে বলেন, একসময় এনআইএ-কে তদন্তে বাধা দিয়েছিলেন হায়দরাবাদের এক নেতা।
সত্যপালের এই অভিযোগেই মেজাজ হারান ওয়েইসি। তা নিয়ে বাদানুবাদ শুরু হলে ওয়েইসিকে শান্ত হতে বলেন অমিত শাহ। চুপ করে শুনতে বলেন। কিন্তু বিজেপি সভাপতি তাঁর দিকে আঙুল তোলায় চটে ওঠেন ওয়েইসি। বলেন, ‘‘এ ভাবে ভয় দেখাতে পারবেন না আমাদের।’’ জবাবে শাহ বলেন, ‘‘কথার মাঝে এ ভাবে কথা বলা যায় না। এখানে কাউকে ভয় দেখাচ্ছি না আমি। কিন্তু আপনার মনে ভয় ঢুকে গিয়ে থাকলে কী-ই বা করতে পারি!’’
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন