মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর আস্থাভোটকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম নাটকের সাক্ষী রইল কর্নাটক বিধানসভা। আজ রাত ১২টার মধ্যে আস্থাভোট পর্ব শেষ করতে স্পিকারকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল বাজুভাই বালা। কিন্তু সেই প্রস্তাব অগ্রাহ্য করে ব্যাপক হট্টগোলের মধ্যে আগামিকাল বেলা ১১টা পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে বিধানসভার অধিবেশন। ক্ষোভ জানিয়ে বিধানসভাতেই রাত কাটালেন বিজেপি বিধায়কেরা। রাতে মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে রাজ্যপালের নির্দেশ, শুক্রবার দুপুর দেড়টার মধ্যে আস্থাভোট পর্ব শেষ করতে হবে।
১৬ জন বিধায়কের ইস্তফার পরে কুমারস্বামী সরকার বাঁচানোর সংখ্যা কোথা থেকে পাবেন, তা নিয়ে প্রশ্ন ছিলই। বিশেষ করে বিক্ষুব্ধ বিধায়কদের বিধানসভায় হাজির করতে বাধ্য করা যাবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ায়। কিন্তু আজ আস্থা প্রস্তাবের উপরে বিতর্ক শুরু হতেই কংগ্রেস তাদের অন্য বিধায়কদের অপহরণের অভিযোগ তোলে। ডিকে শিবকুমারের দাবি, তাঁদের আট বিধায়ক নিখোঁজ। এঁদের এক জনের ছবি তুলে ধরেন তিনি। দেখা যায়, কংগ্রেসের শ্রীমন্ত পাটিল হাসপাতালে শুয়ে। শারীরিক পরীক্ষা চলছে। বাকি বিধায়কেরা কোথায়, জানতে চান শিবকুমার।
স্পিকার রমেশ কুমার এই সময় একটি চিঠি তুলে ধরেন বিধানসভায়। সাদা কাগজে শ্রীমন্তের নাম করে স্পিকারকে লেখা হয়েছে, ‘‘আমি অসুস্থ হয়ে হাসপাতালে। বিধানসভায় যেতে পারছি না।’’ স্বরাষ্ট্রমন্ত্রী এমবি পাটিলকে শ্রীমন্তের পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন স্পিকার। পরে এ নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছে কংগ্রেস।
বিজেপির পাল্টা দাবি, সংখ্যা নেই বলেই অযথা নাটক করছে কংগ্রেস। আজই ভোটাভুটির দাবি তুলে দুপুরে রাজ্যপালের কাছে পৌঁছন বিজেপি নেতারা। রাজ্যপাল স্পিকারকে চিঠি লেখেন, ভোটপর্ব রাত ১২টার মধ্যে শেষ করা হোক। তবে বিধানসভার কাজে রাজ্যপাল কী ভাবে হস্তক্ষেপ করেন, সেই প্রশ্ন তুলে হইচই শুরু করে কংগ্রেস। হট্টগোলের মধ্যে ডেপুটি স্পিকার কৃষ্ণ রেড্ডি আগামিকাল ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন। বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা জানিয়ে দেন, বিধানসভা ছেড়ে যাবেন না তাঁরা। মহিলা বিধায়কেরা রাত ৯টা পর্যন্ত থাকবেন, পুরুষেরা সারা রাত। এ জন্য বালিশ, বিছানার ব্যবস্থা করা হবে বলেও জানান ইয়েদুরাপ্পা।
প্রাথমিকের নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’ ব্যবহার করে চলত দুর্নীতি! আরো পড়ুন
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন