কর্নাটকে আস্থাভোট নাটকে এ বার নতুন পর্ব। সরকার বাঁচাতে মরিয়া চেষ্টা কুমারস্বামীর। বিদ্রোহী ১৮ জনের বিধায়ক পদ খারিজ করতে অধ্যক্ষকে আবেদন করেছিল সরকার। তার ভিত্তিতেই, আগামিকাল সকাল ১১টায় ওই বিদ্রোহী বিধায়কদের বিধানসভায় ডেকে পাঠানো হয়েছে। অধ্যক্ষের সেই সিদ্ধান্তের উপরেই ঝুলে রয়েছে কর্নাটকের ভবিষ্যৎ।
শঙ্কা বাড়াচ্ছে ক্রমাগত কমতে থাকা বিধায়ক সংখ্যা। কাজ হয়নি বিদ্রোহীদের সঙ্গে দৌত্যেও। তাই, আস্থাভোটে জিততে নিজেই ‘বিদ্রোহী’ বিধায়কদের আহ্বান জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। কিন্তু, সেই আহ্বানেও সাড়া দেননি বিদ্রোহীরা। শিয়রে শমন নিয়েই, এ বার বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন অস্ত্র প্রয়োগ করলেন কুমারস্বামী। বিদ্রোহীদের বিধায়ক পদ খারিজের জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছিল কর্নাটক সরকার। তা গ্রাহ্য হয়েছে। ওই বিধায়কদের মঙ্গলবার তলব করেছেন অধ্যক্ষ কেআর রমেশ কুমার। অনেকের মতে, আসলে মুম্বইয়ে বিজেপির ঘেরাটোপ থেকে বিদ্রোহী বিধায়কদের বার করার জন্যই এই কৌশল প্রয়োগ করেছেন কুমারস্বামী।
কংগ্রেস ও জেডিএস সরকারের ভবিষ্যৎ আঁচ করেই জোটকে হুঁশিয়ারি দিয়েছলেন কর্নাটকের বিরোধী দলনেতা বিএস ইয়েদুরাপ্পা। আত্মবিশ্বাসের সুরেই তিনি বলেন, ‘‘আজই কুমারস্বামী সরকারের শেষ দিন।’’ তবে সোমবার যে আস্থাভোট হচ্ছে না, তা প্রায় নিশ্চিত বিধানসভার অধ্যক্ষ কে আর রমেশ কুমারের সিদ্ধান্তে। এর মাঝেই অবশ্য কংগ্রেস-জেডিএস জোটকে সামান্য স্বস্তি দিয়েছেন কর্নাটকের একমাত্র বিএসপি বিধায়ক এন মহেশ। আস্থাভোটের সময় না থাকার কথা আগে ঘোষণা করেছিলেন মহেশ। সেই অবস্থান থেকে পিছিয়ে এসে কুমারস্বামীর পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
রাজ্যপাল দু’বার চরম সময়সীমা বেঁধে দেওয়ার পরেও আস্থাভোট হয়নি কর্নাটকে। সোমবারের মধ্যে আস্থাভোট করার আবেদন জানিয়ে রবিবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন দুই জোটত্যাগী নির্দল বিধায়ক। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে, তা কিছুটা বাড়তি অক্সিজেন দেবে কুমারস্বামীর সরকারকে। ২২৫ আসন বিশিষ্ট বিধানসভায় কুমারস্বামীর দিকে ছিলেন ১১৮ বিধায়ক। ইতিমধ্যেই ১৮ বিধায়ক (কংগ্রেসের ১৩ বিধায়ক, জেডিএসের ৩ বিধায়ক ও ২ নির্দল বিধায়ক) জোট ছেড়েছেন। তাঁদের ইস্তফা গৃহীত হলে সরকারের হাতে থাকবে মাত্র ১০০ বিধায়ক। অন্যদিকে, সরকার গড়ার মতো সংখ্যা পার করে (ম্যাজিক ফিগার ১০৫) ১০৭ বিধায়ক রয়েছে বিজেপির ঝুলিতে।
মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস থেকে গণ টোকাটুকির অভিযোগ উঠেছে অনেক বারই। আরো পড়ুন
পাঁচ দিনের মিনি শীতের স্পেল শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। আরো পড়ুন
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন