বৃহস্পতিবার আস্থা ভোট। তার আগে, বুধবার কর্নাটকের বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত স্পিকারের উপরেই ছাড়ল শীর্ষ আদালত। একই সঙ্গে বিধায়কদের হাজিরায় যে জোর করা যাবে না তাও জানিয়েছে শীর্ষ আদালত।
মঙ্গলবার, মামলাটি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে মামলাটি উঠেছিল। বিদ্রোহী বিধায়কদের আইনজীবী মুকুল রোহতগি বলেন, স্পিকার বিধায়কদের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়ে রাখতে পারেন না। এক জন রাজনৈতিক দলের সদস্যের মতো আচরণ করতে পারেন না তিনি। বিধায়কেরা স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন কি না তাই কেবলমাত্র দেখা উচিত। রোহতগির অভিযোগ, কর্নাটকে সংখ্যালঘু হয়ে পড়ছে এইচ ডি কুমারস্বামীর সরকার। আর সরকার বাঁচাতেই বিধায়কদের ইস্তফা গ্রহণ করছেন না বিধানসভার অধ্যক্ষ। স্পিকারের সাংবিধানিক ক্ষমতার কথা বলে পাল্টা যুক্তি দেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভিও। তাঁর দাবি, কোনও বিষয়ে নির্দিষ্ট পথে সিদ্ধান্ত নেওয়ায় জন্য স্পিকারকে নির্দেশ দেওয়া যায় না।
কুমারস্বামীর আইনজীবীর রাজীব ধবনের যুক্তি, বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফার পিছনে আসলে একটি বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। তাঁদের সামনে রেখে সরকার ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। শীর্ষ আদালত যাতে এঁদের কথায় গুরুত্ব না দেয়, সেই আর্জিও জানান ধবন।
বিধানসভার ভোটের পর বছরখানেকের মধ্যেই সংখ্যা-সঙ্কটে কর্নাটকের কংগ্রেস এবং জেডিএস জোট সরকার। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে সেই সঙ্কট তীব্রতর হয়। ইতিমধ্যেই জোটের ১৬ জন বিধায়ক ও ২ জন নির্দল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। ফলে, সংখ্যার বিচারে সঙ্কটে পড়ে গিয়েছে কুমারস্বামীর সরকার। ২২৫ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপির কাছে ১০৭ জন বিধায়কের সমর্থন রয়েছে। কর্নাটক বিধানসভার স্পিকার ওই ১৬ জনের ইস্তফা গ্রহণ করলে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর সরকার পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। কারণ, ১৬ জন বিধায়ক ও ২ জন নির্দলের ইস্তফার ফলে জোট সরকারের বিধায়ক সংখ্যা ১১৮ থেকে ১০০-য় নেমে যাবে।
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন
কলকাতা মেট্রোয় আবার ফিরল আগুন-আতঙ্ক! আরো পড়ুন
বুধবার দুপুরে আচমকাই কেঁপে ওঠে রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা। আরো পড়ুন