কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল আয়োজক দেশ ব্রাজিল। নেমারহীন ব্রাজিল প্রমাণ করে দিল, ফুটবলে একক দক্ষতার থেকে অনেক বড় টিম গেম। দুই অর্ধে একটি করে গোল করে মেসির আর্জেন্টিনাকে কার্যত উড়িয়ে দিল ফিরমিনোরা। আয়োজক দেশ হিসেবে প্রতিবার কোপা জেতা সেলেকাওরা কাপ থেকে আর এক ধাপ দূরে। গাব্রিয়াল জেসুস ও রবার্তো ফিরমিনোর গোলে ২-০ জিতল ব্রাজিল।
১৯ মিনিটে ফিরমিনোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন জেসুস। আবার ৭১ মিনিটে জেসুসের পাস থেকে গোল করে সেই লিড বাড়িয়ে দেন ফিরমিনো। রিয়াল মাদ্রিদের কাসেমিরো অবশ্য এই জয়কে বড় করে দেখছেন না। তিনি বলেন, আর্জেন্টিনার এই দলের পক্ষে তাঁদের আটকানো যথেষ্ট কঠিন ছিল। তাঁরা জানতেন নিজেদের খেলাটা ঠিক মতো খেলতে পারলেই জয় আসবে। সহজেই গোলের রাস্তা খুঁজে বের করার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলের আক্রমণভাগকে।
২০০৫ সালের পর আর্জেন্টিনা কোনও বড় টুর্নামেন্টে ব্রাজিলকে হারাতে পারেনি। এ বারেও তার অন্যথা হবে বলে একবারও মনে হয়নি গোটা ম্যাচে। ৫২ হাজার দর্শকের সামনে ব্রাজিলের বিখ্যাত বেলো হরাইজন্তে স্টেডিয়ামে সহজেই জয় তুলে নেয় সাম্বার দেশ। গোটা ম্যাচে মেসিরা ব্রাজিলের গোল লক্ষ্য করে ১২টি শট নিলেও মাত্র দু’টি শট তেকাঠির মধ্যে ছিল। মেসির মারা একটি শট বারে লেগে প্রতিহত হয়।
কোচ তিতের তত্ত্বাবধানে ৪২টা ম্যাচে ব্রাজিল হেরেছে মাত্র দু’টিতে। অন্য সেমিফাইনাল পেরু ও গতবারের চ্যাম্পিয়ন চিলির বিরুদ্ধে জয়ী দলের সঙ্গে রবিবার রিও দি জেনেইরোতে মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচ জিতে নবমবার কোপা আমেরিকা ঘরে তুলতে চাইবে সেলেকাও বাহিনী।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন