দুর্বল মিডল অর্ডারকে শক্তিশালী করার জন্য রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া উচিত। ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বাঁ হাতি অলরাউন্ডারের হয়ে ব্যাট ধরলেন। আজহার বলেন, ‘‘সেমিফাইনালে জাদেজাকে দলে নিয়ে দেখা যেতেই পারে। ওর ব্যাটিং ও বোলিং দলের কাজে আসবে।’’
চলতি বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার একদমই ভাল খেলতে পারছে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজাকে পরীক্ষা করে নিতেই পারে টিম ইন্ডিয়া। কোহালিদের উদ্দেশে আজহার বলেন, ‘‘ইংল্যান্ডের এই ধরনের উইকেটে জাদেজার ব্যাটিং খুবই কার্যকরী হত। জাদেজা খুব ভাল ফিল্ডার। বলটাও খারাপ করে না। শ্রীলঙ্কার বিরুদ্ধে জাদেজাকে পরীক্ষা করে দেখতে পারে।’’
শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কি দলে পরিবর্তন আনবেন কোহালি? বাংলাদেশের বিরুদ্ধে কেদার যাদবকে বসিয়ে দীনেশ কার্তিককে প্রথম একাদশে রাখা হয়। কার্তিক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আজহার বলেন, ‘‘মিডল অর্ডার ভাল পারফর্ম করতে পারছে না। এমনও হতে পারে দ্রুত তিন উইকেট হারিয়ে ভারত বিপদে পড়ে গিয়েছে। সেই কারণে পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখা উচিত। ঋষভ পন্থ দলে আসায় শক্তি বেড়েছে।’’ ভারতীয় বোলিংয়ের প্রশংসা করে আজহার বলছেন, ‘‘দারুণ বোলিং করছে ভারত। উইকেটের চরিত্র বুঝে বোলাররা বল করছে।’’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন