মুকুটে নতুন পালকযুক্ত হল আইসিসি র্যাঙ্কিংয়ের বিচারে বিশ্বের সেরা ওয়ানডে বোলার যশপ্রীত বুমরার। শনিবার বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে নিজের শততম উইকেটটি নিলেন ভারতের পেস-ব্রিগেডের প্রধান ভরসা।
ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে মাত্র ৫৬ ম্যাচ খেলে ১০০ উইকেটের মালিক ‘বুমবুম’ বুমরা। বুমরার সতীর্থ মহম্মদ শামি ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারী।
শনিবার হ্যাটট্রিকের হাতছানি ছিল বুমরার সামনে। বাংলাদেশের বিরুদ্ধে পর পর দু’ বলে রুবেল ও মুস্তাফিজুরের উইকেট তুলে নিয়ে ভারতকে জয় এনে দেন। শনিবার প্রথম বলেই শ্রীলঙ্কার একটা উইকেট নিতে পারলেই হ্যাটট্রিক হয়ে যেত তাঁর।
নিজের প্রথম বলে উইকেট নিতে না পারলেও চতুর্থ ওভারে বুমরার বল শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নের ব্যাট ছুঁয়ে ধোনির দস্তানায় জমা পড়ে। এটিই তাঁর শততম উইকেট। ডেথ ওভারে ব্যাটসম্যানদের পায়ের পাতা লক্ষ্য করে আছড়ে পড়ে বুমরার ইয়র্কার। নির্ভুল লাইন ও সঠিক লেন্থে অনবরত বল করে যেতে পারেন তিনি।
কেভিন পিটারসেন থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সবার বিচারেই বুমরা এখন বিশ্বসেরা।বিশ্বকাপ জিততে ভারত তাকিয়ে বুমরার বলের দিকেই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন