আন্তর্মহাদেশীয় কাপে পরপর দু’ম্যাচে নয় গোল খাওয়ার পরে ইগর স্তিমাচকে নিয়ে যখন সমালোচনার ঝড়, তখনই ঘুরে দাঁড়ালেন সুনীল ছেত্রীরা। সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ৭৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারল না ভারত। সুনীল ছেত্রীরা পুরো পয়েন্ট না পেলেও সিরিয়ার যাত্রাভঙ্গ করে দিলেন। ফাইনালে ওঠা হল না ফিরাস আল খাতিবদের।
সিরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে গোল করে চমকে দিলেন দিল্লির ছেলে নরেন্দ্র গেহলট। অনিরুদ্ধ থাপার কর্নারে হেড করে গোল করা ডিফেন্ডারের এটিই ছিল সিনিয়র দলের হয়ে দ্বিতীয় ম্যাচ। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল নরেন্দ্রর। তাঁর এই গোলটিই আমদাবাদের মাঠে উপস্থিত হাজার পাঁচেক দর্শককে জাতীয় পতাকা ওড়ানোর সুযোগ এনে দেয়। কিন্তু ৭৮ মিনিটের মাথায় গ্যালারিতে নামে হতাশা। গোল শোধ করে দেয় সিরিয়া। পেনাল্টি থেকে ফিরাস আল খাতিব গোল করে ১-১ করে দেন।
এমনিতে তাজিকিস্তান ও উত্তর কোরিয়ার কাছে হেরে প্রতিযোগিতা থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছেন সুনীল ছেত্রীরা। ফলে চাপমুক্ত হয়ে মাঠে নেমেছিল ভারত। গুজরাতের মাঠে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে ভারতীয় দল। এমনিতে ফুটবলের শহর নয় আমদাবাদ। তা সত্ত্বেও প্রথম দুটি ম্যাচে প্রচুর দর্শক এসেছিলেন। এ দিন কম সমর্থক মাঠে এলেও সুনীল-উদান্তা সিংহ-প্রীতম কোটালরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে গিয়েছেন। তবে পরপর দুটো ম্যাচে সুযোগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ জবি জাস্টিনকে এ দিন আর নামাননি স্তিমাচ। দেশের সেরা স্ট্রাইকার সুনীলকে সামনে রেখেই সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামে ভারত। তাতে অবশ্য আংশিক ভাবে সফলই হয়েছেন কোচ স্তিমাচ।
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন