জুনিয়র বিশ্বকাপে বিশ্বরেকর্ড করে দলগত ইভেন্টে সোনা জিতলেন মেহুলি ঘোষ। জার্মানিতে অনুষ্ঠেয় জুনিয়র বিশ্বকাপে সোমবার মেহুলি, এলাভেনিল ভালারিভালান ও শ্রেয়া আগরওয়ালের দল ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতার পথে এই বিশ্বরেকর্ড করে। এর পরে ব্যক্তিগত ইভেন্টেও সোনা পান এলাভেনিল। রুপো জেতেন মেহুলি।
জার্মানি থেকে মেহুলির প্রশিক্ষক জয়দীপ কর্মকার জানালেন, ব্যক্তিগত ইভেন্টের বাছাই পর্বে মেহুলি ফাইনালের চেয়েও অনেক ভাল স্কোর করেছিলেন। তিনি বলেন, ‘‘কোয়ালিফিকেশনে মেহুলির স্কোর ছিল ৬৩০.৪। সবার চেয়ে বেশি স্কোর করে মেহুলি। কিন্তু ফাইনালে সেই ছন্দটা ধরে রাখতে পারেনি ও। যে কারণে সোনা পেল না।’’
বাছাই পর্বে অবশ্য এলাভেনিলের পয়েন্ট মেহুলির চেয়ে কিছুটা কমই ছিল। তাঁর স্কোর ছিল ৬২৭.৫। ফাইনালে শুরুতে অনেকটাই এগিয়ে যান মেহুলি। ১৩ নম্বর শটের আগে পর্যন্ত এগিয়ে ছিলেন তিনি। কিন্তু তার পরেই বাংলার অষ্টাদশী শুটারকে পিছনে ফেলে দেন এলাভেনিল। শেষ পর্যন্ত ২৫১.৬ স্কোর করে সোনা জেতেন এলাভেনিল। ২৫০.২ স্কোর করে রুপো পান মেহুলি। সোমবারে পদক তালিকাতে ভারত এক নম্বরে।
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন