প্যারিস সাঁ জারমাঁ-র বিরুদ্ধে কার্যত নতুন করে যুদ্ধ শুরু করলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। প্যারিসের ক্লাবকে খোঁচা দিতেই যেন বলে দিলেন, তাঁর জীবনের উজ্জ্বলতম মুহূর্ত ২০১৭-য় পিএসজি-র বিরুদ্ধে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন।
এক সাক্ষাৎকারে ফুটবল জীবনে ড্রেসিংরুমে তাঁর সেরা মুহূর্ত কী জানতে চাওয়া হয়েছিল ব্রাজিলীয় তারকার কাছে। এ হেন প্রশ্নে তাৎক্ষণিক জবাব, ‘‘বার্সায় খেলার সময় চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-কে হারানোর পরে ড্রেসিংরুমের উৎসবটা কখনও ভুলতে পারব না। শুধু আমি নয়, মনে হয় কেউই ভুলতে পারবে না। জীবনে অত আনন্দ বোধহয় কখনও পাইনি। এককথায় আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম।’’
সোমবারই নেমার পিএসজিতে অনুশীলন শুরু করবেন। ফ্রান্সের ক্লাব ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছে, তিনি এখনও ক্লাবের অনুশীলনে যোগ দেননি বলে। ব্রাজিলীয় তারকা কিন্তু দাবি করেছেন, ক্লাব তাঁকে যতদিন তাঁর নিজের দেশে থেকে রি-হ্যাব করতে বলেছিল, ঠিক ততদিন পরেই তিনি প্যারিসে ফিরেছেন। তবে যে ভাবে তিনি তাঁর এখনকার ক্লাবের বিরুদ্ধে অতীতের একটা জয়কে বড় করে দেখাচ্ছেন, তাতে তাঁর সঙ্গে পিএসজি-র সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনিতেই জোর জল্পনা চলছে তাঁর বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে। শোনা যাচ্ছে প্রাথমিক একটা কথাও হয়েছে স্পেনের ক্লাবের সঙ্গে নেমারের। বার্সা যে যে শর্ত দিয়েছে তা-ও নাকি মেনে নিয়েছেন নেমার। কিন্তু অঁতোয়ান গ্রিজম্যানকে প্রচুর অর্থ খরচ করে দলে নেওয়ার পরে নেমারকে আর বার্সা নেবে কি না তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
পিএসজি দাবি করেছিল, গত সোমবারই নেমারের তাঁদের ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ক্লাবের নির্দেশ মানেননি। যে কারণে ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, উপযুক্ত সময়ে ক্লাব নেমারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমনকি পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টর পরিষ্কার বলে দেন, ইচ্ছে করলে ব্রাজিলীয় তারকা অন্য যে কোনও দলে চলে যেতে পারেন। এর মধ্যে আবার পিএসজি-র বিরুদ্ধে বার্সার সেই ‘প্রতিশোধের ম্যাচের’ ভিডিয়ো পোস্ট করে বসেছেন তাঁর বাবা। সঙ্গে বাইবেল থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘‘তোমার বিরুদ্ধে প্রয়োগ করা কোনও অস্ত্রই শেষ পর্যন্ত কিছু করে উঠতে পারবে না।’’ এ দিকে নেমার নিজে সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন প্রায় শতকরা একশো ভাগ সুস্থ। দরকার শুধু ক্লাবের অনুশীলনে নিজেকে ডুবিয়ে দেওয়া।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন