সোমবার বিহার সরকার ঘোষণা করেছে আজ অর্থাত্ মঙ্গলবার থেকে বিহারে ট্যাক্স ফ্রি করে দেওয়া হবে হৃতিক রোশনের ‘সুপার থার্টি’। পাটনার গণিতজ্ঞ-শিক্ষক আনন্দ কুমারের জীবনের উপর তৈরি বিকাশ বহলের এই ছবি। ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুপার থার্টি’। বিহারের মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী এই ঘোষণা করেছেন।
কিছুদিন আগে পাটনায় সুশীল কুমার মোদী স্ত্রীয়ের সঙ্গে সুপার থার্টি দেখতে থিয়েটারে যান। বায়োপিক দেখার পরই বিনাশুল্কে ছবিটা দেখানোর কথা ভাবেন। প্রসঙ্গত, দেশের প্রায় ২০০০ থেকে ২৫০০ সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘সুপার থার্টি’। ট্রেড অ্যানালিস্টদের মত ছিল ভাল ব্যবসা করবে ‘সুপার থার্টি’।
এখনও পর্যন্ত ৫০ কোটি টাকা আয় করেছে এই বায়োপিক। তবে জন্মলগ্ন থেকে বিতর্ক জড়িয়ে রয়েছে এই ছবির সঙ্গে। প্রথমে, মিটুর অভিযোগ এসেছিল পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে। শোনা গিয়েছিল, পরিচালককে সরতে হতে পারে এই ছবির পরিচালকের আসন থেকে। এরপরে ট্রেলার বেরোনোর পর হৃতিককে ট্রোলড হতে হয় তাঁর লুক নিয়ে। কেন গায়ের রঙ চেপে দেওয়া হয়েছে হৃতিকের। এই নিয়ে নিন্দার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়।
সুপার থার্টির এই ছবির সমালোচনায় বলা যায়, কেবলমাত্র চিত্রনাট্য হিসেবে দেখলে হয়তো আপনার চোখে জলও আসতে পারে। তবে খটকা লাগবে যদি মনে হয়, এটা তো একজনের বায়োপিক, জীবন কাহিনী। সেই নিরিখে ‘সুপার থার্টি’ অতীব বেমানান। অতিনাটকীয়তা এ ছবির পরতে পরতে। প্রথমত, একজন দরিদ্র অঙ্কের মাস্টারের পেটানো চেহারা, ঝকঝকে দাঁত, গোলাপি মাড়ি, এদিকে গায়ের রঙ শ্যামবর্ণ? আর যাই হোক, ময়লা কাপড় পরিয়ে আর মুখে দু’পোঁচ কালি লেপে দিয়ে হৃতিককে প্রধান চরিত্রে আনা যায় নি। দ্বিতীয়, তাঁর হাঁটাচলা, কথা বলা, সবকিছুই আগে বহুবার দেখেছে পাব্লিক। তথাকথিত ‘বোকা’, বা ‘সরল’ চরিত্র মানেই তো ‘কোই মিল গয়া’ নয়।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন