লোকসভা নির্বাচন, সাংসদ, বিয়ে- একের পর এক। দম ফেলার সময় পাচ্ছেন না বসিরহাটের তৃণমূলের সাংসদ নুসরত জাহান। সবকিছুর সঙ্গে বিতর্ক তো আছেই। এর মাঝেই আবার ফিরছেন শুটিং ফ্লোরে। বিয়ের পর এটাই তার প্রথম ছবি। তাও যে সে ভেঞ্চার নয়। জিতের বিপরীতে দেখা যেতে চলেছে তাঁকে। সাংসদ বলে কথা, যেকোন প্রজেক্টেই যে এবার তিনি রাজি হবেন না, একথা আগেই স্পষ্ট করেছিলেন তিনি।
ভাবছেন কোন সিনেমা তাই তো? জিতের ‘অসুর’ ছবিতে দেখা যেতে চলেছে নায়িকাকে। ভারতের চিত্রকলা ও স্থাপত্যের মায়েস্ট্রো রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। আর নুসরত ছাড়াও সামনাসামনি হচ্ছেন জিৎ ও আবির চট্টোপাধ্যায়। পাভেলের পরিচালনায় অগাস্টেই শুরু হওয়ার কথা ছবির শুটিং। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল।
এর আগে জিতের সঙ্গে ‘বাচ্চা শ্বশুর’ ছবিতে কাজ করেছেন পাভেল। তখন থেকেই তৈরি হচ্ছিল ‘অসুর’-এর প্লট। যদিও ‘বাচ্চা শ্বশুর’ ছবিতে চিত্রনাট্যের দায়িত্ব ছিল পাভেলের উপর আর এই ছবিতে সে পরিচালক। পাভেল জানালেন, ” আসলে ছবিটা লাভ সাগা। রামকিঙ্কর বেইজকে এটা আমার শ্রদ্ধার্ঘ্য। চিত্রনাট্য পোক্ত হলে বহু ব্যস্ততার মধ্যেও অভিনেতারা সময় বার করেন। নুসরত স্ক্রিপ্টটা পড়েছেন। জিতের সঙ্গে স্ক্রিপ্ট রিডিং হয়ে গিয়েছে। অনেক বাজেট নিয়ে ছবিটা করছি। বোলপুর এবং কলকাতা মিলিয়ে শুটিং হবে।”
পরিচালকের কথায়, ”কিগন(জিৎ), বোধি (আবির) ও অদিতি (নুসরত) এই তিনজন বন্ধুর গল্প। ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু হয়েছে, অনেকদিন মহড়া চলবে। অসুরের সঙ্গীতপরিচালনার দায়িত্বে নচিকেতা, অমিত ও ইশান।” এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা এই ‘অসুর’-এর।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন