প্রায় একসপ্তাহ হল প্রেক্ষাগৃহে ফিরে এসেছে হৃতিক জ্বর। মেইনস্ট্রিম না হলেও সিনেমায় গ্রিক গডকে ফিরে আসতে দেখে উচ্ছ্বসিত ছিলেন দর্শকরা। বক্সঅফিসে মোটামুটি ভালই ফল করছে হৃতিক রোশনের ছবি ‘সুপার থার্টি’। এখনও পর্যন্ত আনন্দ কুমারের বায়োপিকের মোট আয় ৬৪.০৭ কোটি টাকা। শনিবার এই ছবির আয় ছিল ১৮.১৯ কোটি, রবিবার ২০.৭৪ কোটি, সোমবার ৬.৯২ কোটি, মঙ্গলবার ৬.৩৯।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন টুইটে হৃতিকের ছবির ব্যবসার বিবরণ দিয়েছেন।
#Super30 remains in the same range on Day 5 [vis-à-vis Day 4]… Metros continue to fare well, while mass circuits/single screens are down… Fri 11.83 cr, Sat 18.19 cr, Sun 20.74 cr, Mon 6.92 cr, Tue 6.39 cr. Total: ₹ 64.07 cr. India biz.— taran adarsh (@taran_adarsh) July 17, 2019
তবে এই সপ্তাহে জোর টক্কর হতে চলেছে দ্য লায়ন কিংয়ের সঙ্গে। একে সিম্বার উন্মাদনা তারওপরে শাহরুখ জ্বর, সবমিলিয়ে হৃতিককে বেশ বেগ পেতে হবে বলে মনে করা হচ্ছে। তরণ আদর্শ টুইটে এই সম্ভবনার কথাই লিখেছেন।
বুধবার ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দিল্লিতে সুপার থার্টি দেখেছেন। টুইটারে ছবির প্রশংসাও করেন। মিশ্র প্রতিক্রিয়া পেয়ছে এই ছবি। কেবলমাত্র চিত্রনাট্য হিসেবে দেখলে হয়তো আপনার চোখে জলও আসতে পারে। তবে খটকা লাগবে যদি মনে হয়, এটা তো একজনের বায়োপিক, জীবন কাহিনী। সেই নিরিখে ‘সুপার থার্টি’ অতীব বেমানান। অতিনাটকীয়তা এ ছবির পরতে পরতে। প্রথমত, একজন দরিদ্র অঙ্কের মাস্টারের পেটানো চেহারা, ঝকঝকে দাঁত, গোলাপি মাড়ি, এদিকে গায়ের রঙ শ্যামবর্ণ? আর যাই হোক, ময়লা কাপড় পরিয়ে আর মুখে দু’পোঁচ কালি লেপে দিয়ে হৃতিককে প্রধান চরিত্রে আনা যায় নি। দ্বিতীয়, তাঁর হাঁটাচলা, কথা বলা, সবকিছুই আগে বহুবার দেখেছে পাব্লিক। তথাকথিত ‘বোকা’, বা ‘সরল’ চরিত্র মানেই তো ‘কোই মিল গয়া’ নয়।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন