ভারতের ট্র্যাক অ্য়ান্ড ফিল্ডের কিংবদন্তি অ্যাথলিট পিটি ঊষার মুকুটে নতুন পালক। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘ভেটারেন পিন’ সম্মানে সম্মানিত করছে আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন (আইএএএফ)।
এই বিশেষ সম্মান নিতে ৫৫ বছরের ‘পাওলি এক্সপ্রেস’ উড়ে যাবেন দোহাতে। ওখানকার কাতার ন্য়াশনাল কনভেনশন সেন্টারে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএএএফ কংগ্রেস। উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান সেরেমনিতে ভেটারেন পিন তুলে দেওয়া হবে পিটি ঊষার হাতে। ‘কুইন অফ ইন্ডিয়ান ট্র্য়াক অ্যান্ড ফিল্ড’কে আইএএএফ-এর সিইও জন রিডজিওন কেরলের কোঝিকোড়ের বাসিন্দাকে এক চিঠি পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, “বিশ্ব অ্যাথলিটকসে আমার দীর্ঘ অবদানের জন্য় আপনাকে এই বিশেষ সম্নান দিতে পেরে আমরা গর্বিত।” এই চিঠিই টুইট করেছেন ঊষা।
IAAF Veteran Pin for the long and meritorious service to the cause of World Athletics!
Thank you IAAF for this incredible honour 🙏 pic.twitter.com/QDILgouvgL— P.T. USHA (@PTUshaOfficial) July 18, 2019
পিটি ঊষার আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ভারতের সর্বকালের অন্য়তম সেরা অ্যাথলিটদের তিনি। ১০০, ২০০, ৪০০, ৪০০ মিটার হার্ডলস ও ৪x৪০০ মিটার রিলেতে তাঁর স্বর্ণ পদক রয়েছে। ১৯৮৫-তে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিকে পিটি ঊষা ইতিহাস লিখেছিলেন। প্রথম ভারতীয় হিসেবে ৪০০ মিটার হার্ডেলের ফাইনালে গিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক সেকেন্ডের জন্য় ব্রোঞ্জ হাতছাড়া করেন তিনি।
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন
ইনদওরের ম্যাচে ভারতের প্রথম একাদশে নেই মহম্মদ শামি। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক হয়েও বিতর্কে জড়িয়ে গিয়েছে এমিলিয়ানো মার্তিনেসের নাম। আরো পড়ুন
বিশ্বকাপ (Qatar World Cup 2022) জিতেছেন। স্বপ্নপূরণ করেছেন। আরো পড়ুন
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব মিটে গিয়েছে। আরো পড়ুন
শুক্রবার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে নামছে ব্রাজিল। আরো পড়ুন
কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। আরো পড়ুন
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। আরো পড়ুন
এক দিনের সিরিজের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে ৭ উইকেটে হারলেন শিখর ধাওয়ানরা। আরো পড়ুন