আইপিএল টুয়েলভে জস বাটলারকে ‘মানকাডেড’ করে বিতর্কে জড়িয়েছিলেন কিংস ইলিভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। আইপিএল শেষ হয়ে যাওয়ার পর সেভাবে আর খবরে আসেননি ভারতের অভিজ্ঞ স্পিনার। কিন্তু প্রাক্তন এক নম্বর অলরাউন্ডার ফের একবার ব্য়াটে-বলে মাত করে খবরের শিরোনামে এলেন।
২০১৭ সালে শেষবার দেশের জার্সিতে ওয়ান-ডে খেলেছিলেন অশ্বিন। তাঁর কথা এখন টেস্টের দল করার সময় ভাবে টিম ম্য়ানেজমেন্ট। গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অশ্বিন। আগামী ৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।জেসন হোল্ডারদের দেশ এক মাস ব্য়াপী সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। টি-২০ দিয়ে শুরু, ওয়ান-ডে হয়ে টেস্টে শেষ। সফরে তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও দু’টি টেস্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আসার পরেই ভারতের দীর্ঘ হোম সিরিজও শুরু হচ্ছে। ঘরের মাঠে বিরাটরা ৫টি টেস্ট, ৯টি ওয়ান-ডে ও ১২টি টি-২০ খেলবে। ফের একবার নিজকে টেস্ট দলে দেখার জন্য় অশ্বিন ঝালিয়ে নিচ্ছেন তাঁর স্কিল।
এই মুহূর্তে ইংল্য়ান্ডের মাটিতে রয়েছেন অশ্বিন। নটিংহ্য়ামশায়ারের হয়ে চ্য়াম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্য়াচ খেলছেন তিনি। গত সোমবার ট্রেন্ট ব্রিজে সারের বিরুদ্ধে ব্য়াটে-বলে ঝলসালেন তিনি। চেন্নাইয়ের বছর ৩২-এর অলরাউন্ডার হাত ঘুরিয়ে তুলে নিলেন ১২টি উইকেট। ব্য়াট হাতেও রাখলেন নিজের ছাপ। অশ্বিন প্রতি ইনিংসেই হাফ ডজন করে উইকেট পেয়েছেন। মোট ১৪৪ রান দিয়েছেন তিনি। অন্য়দিকে ব্য়াটিং করে প্রথম ইনিংসে ২৭ রান করে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৬ রান করেন অশ্বিন। নটিংহ্য়ামশায়ারের হয়ে এই মরসুমে প্রথম ১০ উইকেট পেলেন অশ্বিন। কিন্তু অশ্বিনের দুরন্ত পারফরম্য়ান্সেও নটিংহ্য়ামশায়ার ৩৪৯ রান তাড়া করতে নেমে ১৮১ রানে গুটিয়ে যায়।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা করল BCCI। আরো পড়ুন
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন