আইপিএল টুয়েলভে জস বাটলারকে ‘মানকাডেড’ করে বিতর্কে জড়িয়েছিলেন কিংস ইলিভেনের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। আইপিএল শেষ হয়ে যাওয়ার পর সেভাবে আর খবরে আসেননি ভারতের অভিজ্ঞ স্পিনার। কিন্তু প্রাক্তন এক নম্বর অলরাউন্ডার ফের একবার ব্য়াটে-বলে মাত করে খবরের শিরোনামে এলেন।
২০১৭ সালে শেষবার দেশের জার্সিতে ওয়ান-ডে খেলেছিলেন অশ্বিন। তাঁর কথা এখন টেস্টের দল করার সময় ভাবে টিম ম্য়ানেজমেন্ট। গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অশ্বিন। আগামী ৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর করবে।জেসন হোল্ডারদের দেশ এক মাস ব্য়াপী সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। টি-২০ দিয়ে শুরু, ওয়ান-ডে হয়ে টেস্টে শেষ। সফরে তিনটি টি-২০, তিনটি ওয়ান-ডে ও দু’টি টেস্ট রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে আসার পরেই ভারতের দীর্ঘ হোম সিরিজও শুরু হচ্ছে। ঘরের মাঠে বিরাটরা ৫টি টেস্ট, ৯টি ওয়ান-ডে ও ১২টি টি-২০ খেলবে। ফের একবার নিজকে টেস্ট দলে দেখার জন্য় অশ্বিন ঝালিয়ে নিচ্ছেন তাঁর স্কিল।
এই মুহূর্তে ইংল্য়ান্ডের মাটিতে রয়েছেন অশ্বিন। নটিংহ্য়ামশায়ারের হয়ে চ্য়াম্পিয়নশিপ ডিভিশন ওয়ান ম্য়াচ খেলছেন তিনি। গত সোমবার ট্রেন্ট ব্রিজে সারের বিরুদ্ধে ব্য়াটে-বলে ঝলসালেন তিনি। চেন্নাইয়ের বছর ৩২-এর অলরাউন্ডার হাত ঘুরিয়ে তুলে নিলেন ১২টি উইকেট। ব্য়াট হাতেও রাখলেন নিজের ছাপ। অশ্বিন প্রতি ইনিংসেই হাফ ডজন করে উইকেট পেয়েছেন। মোট ১৪৪ রান দিয়েছেন তিনি। অন্য়দিকে ব্য়াটিং করে প্রথম ইনিংসে ২৭ রান করে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৬ রান করেন অশ্বিন। নটিংহ্য়ামশায়ারের হয়ে এই মরসুমে প্রথম ১০ উইকেট পেলেন অশ্বিন। কিন্তু অশ্বিনের দুরন্ত পারফরম্য়ান্সেও নটিংহ্য়ামশায়ার ৩৪৯ রান তাড়া করতে নেমে ১৮১ রানে গুটিয়ে যায়।
হাতে আর তিন মাসও সময় বাকি নেই। আরো পড়ুন
ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। আরো পড়ুন
বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হয়ে কমনওয়েলথ গেমসে অভিষেক স্মরণীয় হল না ত্রিয়াশা পালের। আরো পড়ুন
লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। আরো পড়ুন
শুক্রবার ভোরে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন নীরজ চোপড়া। আরো পড়ুন
১৪ বছর হয়ে গেল তিনি খেলা ছেড়ে শিক্ষক। সেই শিক্ষক পুল্লেলা গোপীচন্দের আর একটু উত্তরণ হল। আরো পড়ুন
ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যর্থ বিরাট কোহলী। পঞ্চম টেস্টের দু’ইনিংস মিলিয়ে ৩১, দু’টি টি-টোয়েন্টি ম্যাচে ১২, দু’টি এক দিনের ম্যাচে ৩৩ রান করেছেন তিনি। আরো পড়ুন
কমনওয়েলথ গেমসের আগে নিজেকে তৈরি করে নেওয়ার অভিযানের প্রথম ধাপে সফল হলেন পি ভি সিন্ধু। আরো পড়ুন
অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন খেলছে শ্রীলঙ্কায়। আরো পড়ুন