‘ডিএ দেওয়ার ক্ষমতা নেই’। বিধানসভায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডু কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন’।
বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৩৮ শতাংশের বদলে এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর কতদিন অপেক্ষা করতে হবে? এ রাজ্যে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে আরও। প্রথমে ধরনা, তারপর এখন অনশন চলছে ধর্মতলায়। ১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে স্কুল, হাসপাতাল ও আদালত-সহ সমস্ত সরকারি দফতরে দু’ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন কর্মচারীরা। এরপর ১৩ ফ্রেরুয়ারি দিনভর চলে পেন-ডাউন কর্মসূচি। আর এবার রাজ্য ধর্মঘট! কবে? ১০ মার্চ।
এদিন বিধানসভায় ফের ডিএ-র প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আলাদা। সরকারি কর্মীদের আমার কি না করি। এখনও পর্যন্ত আমরা ১০৫ শতাংশ ডিএ দিয়েছি। সব রাজ্য পেনশন বন্ধ করে দিয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই পেনশন দিচ্ছে’।
এদিকে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের পাশে বিরোধীরা। এদিন বিধানসভা থেকে মিছিল করে ধর্মতলায় ধরনামঞ্চে যান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। বাদ যাননি বিধায়ক নওশাদ সিদ্দিকীও।
Photo- ET
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন