অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। এই বদলটা হচ্ছে অগ্নিবীরের জন্যও আবার পার্মানেন্ট রিক্রুটমেন্টের জন্যও। একটি নির্দিষ্ট কগনিটিভ এবিলিটির কথা মাথায় রেখে এটা করা হচ্ছে। প্রথম ব্যাচের জন্য শুধু ব্যারাকপুরে অগ্নিবীরের রিক্রুটমেন্ট ব়্যালি হয়েছিল। সেখানে পশ্চিমবঙ্গ থেকে ৪০০ জন অগ্নিবীরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। ২৩-২৪ অর্থবর্ষের নিয়োগ শুরু হবে ১ এপ্রিল থেকে। তখন থেকেই নিয়োগ পদ্ধতিতে লাগু হবে এই নয়া নিয়ম।
জানা গিয়েছে, অগ্নিবীরের জন্য অনলাইনে আবেদন করতে হবে। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বাংলার ৮টি সেন্টার, ওডিশার ৭টি সেন্টার এবং সিকিমের ১টি সেন্টারে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ঢুকে– www.joinindianarmy.nic.in।
মেজর জেনারেল করণ সিং, ভিএসএম, জোনাল রিক্রুটিং অফিসার জানিয়েছেন, অগ্নিবীরের ২টি ব্যাচের জন্য মোট ৫টি রিক্রুটমেন্ট ব়্যালি হয়েছে এ রাজ্যে। আগের নিয়োগ প্রক্রিয়ার চেয়ে অগ্নিবীরের আবেদন সংখ্যায় অনেক বেড়েছে।
জানা গিয়েছে, টিসিএস গোটা দেশ জুড়ে এই অনলাইন পরীক্ষা কনডাক্ট করবে। হেডকোয়ার্টার রিক্রুটিং জোন হবে কলকাতা। ৯৪ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে অগ্নিবীরেরর জন্য। সাধারণভাবে রিক্রুটমেন্ট ব়্যালির জন্য ৮০-৮৫ হাজার আবেদন আসে।
Photo- The Quint
নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আরো পড়ুন
অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে মারধর করে খুনের ঘটনায় উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের জেলার ময়নার বাকচা। আরো পড়ুন
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আরো পড়ুন
জেলে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ছিল। আরো পড়ুন
বিজেপিতে ফিরতে দিল্লিতে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছেন মুকুল রায়। আরো পড়ুন