কাতার বিশ্বকাপের দশম দিনে শুরু হল গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা। মঙ্গলবার দিনের শেষে দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-ওয়েলস ও ইরান-ইউএসএ। আহমেদ বিন আলি স্টেডিয়ামে ইংল্যান্ড ৩-০ গোলে উড়িয়ে দিল ওয়েলসকে। অন্যদিকে ইউএসএ আল থুমানা স্টেডিয়ামে ১-০ গোলে হারাল ইরানকে। পয়েন্ট টেবলের ফার্স্ট বয় হয়েই (৩ ম্যাচে ৭ পয়েন্ট) ইংল্যান্ড চলে গেল প্রি-কোয়ার্টারে। সেকেন্ড বয় (৩ ম্যাচে ৫ পয়েন্ট) হয়ে জো বাইডেনের আমেরিকা নিল তাদের পিছু।
‘ওয়েলস উইজার্ড’ গ্যারেথ বেলের দেশ যে, বিশ্বকাপে এতদূর আসতে পেরেছে, এটা ভেবেই তাদের খুশি থাকা উচিত। ওয়েলস পরিচিত ‘ড্রাগন’ নামে। আর ইংল্যান্ডকে মানুষ চেনে ‘থ্রি লায়ন্স’ নামে। এই আগুনহীন ড্রাগনদের একেবারে চিবিয়ে খেয়ে নিল গ্যারেথ সাউথগেটের হিংস্র সিংহরা। মাঠে ওয়েলসের অস্তিত্ব ধুয়ে মুছে একেবারে সাফ করে দিলে ইংল্যান্ড। ফুটবল ফ্যানদের তারা উপহার দিল দুরন্ত মন ভালো করা ফুটবল। কম করে পাঁচ গোলে জেতা ম্যাচ হ্যারি কেনরা জিতলেন তিন গোলে। প্রথমার্ধে শিকারের খোঁজে থাকা ইংল্যান্ডের হাতে এল না কিছুই। তবে দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড একদম সোজা ভাষায় ওয়েলসকে তাদের জায়গা চিনিয়ে দিল।
এদিন প্রথম থেকেই মার্কাস রাশফোর্ডকে খেলালেন ব্রিটিশ কোচ। সঙ্গে জুড়ে দিলেন ফিল ফডেনকে। ফডেনকে প্রথম দুই ম্যাচে না খেলানোয় বিস্তর সমালোচনা সহ্য করতে হয়েছিল সাউথগেটকে। এদিন তিনি অবশেষে ব্যবহার করলেন দলের সেরা অস্ত্রকে। ম্যাচের ৪৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেল আর তার ঠিক চার মিনিট পর তাঁর দল প্রথম গোল খায়। ২০ গজ দূর থেকে রাশফোর্ড রকেটে গতিতে ফ্রি-কিক নেন। তাঁর পা থেকে ধেয়ে আসা আগুনে গতির শট খুঁজে নেয় গোলের ঠিকানা। অবশেষে চলতি টুর্নামেন্টের ৩৩ নম্বর ম্যাচে এল সরাসরি ফ্রি-কিকে গোল। এই গোলের পরেই ইংল্যান্ড আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণে তোলে ঝড়।
ওয়েলস চেষ্টা করেছিল পাল্লা দেওয়ার। তবে একেবারেই পেরে ওঠেনি। উল্টে এক মিনিটের মধ্যে আবার গোল খেয়ে যায় ওয়েলস। ফোডেনকে বক্সের মধ্যে একেবারে গোল সাজিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন কেন। ম্যান সিটি-র তারকা শুধু প্লেসিং করে ইংল্যান্ড সমর্থকদের আনন্দে ভাসিয়ে দেন।
৬৬ মিনিটে রাশফোর্ড আবার জ্বলে ওঠেন। ফিলিপসের থেকে পাওয়া বল ধরে বুলেট শটে স্কোরলাইন ২-০ করেন ম্যান ইউ তারকা। এর সঙ্গেই বিশ্বকাপের আসরে ইংল্যান্ড দলের শততম গোলটি চলে আসে। ইংল্যান্ড তিন গোল করে আরও তেড়েফুঁড়ে ওঠে। ওয়েলস বক্সে ঢুকে তারা দাদাগিরি শুরু করে দেয়। যার পরিণাম, নির্ধারিত সমেয়র পরেও, যোগ করা সময়ে ইংল্যান্ডের জোড়া গোলের দরজা প্রায় খুলে গিয়েছিল। পরের রাউন্ডে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের দল ১-০ হারিয়েছে ইরানকে। ম্যাচের ৩৮ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়। ৯৯ মিনিটের খেলায় আর কোনও দল একটিও গোল করতে পারেনি। কোয়ার্টারে যেতে হলে পরের ম্যাচে ডেনমার্ককে হারাতে হবে ইউএসএ-র।
Photo- Twitter(fifa)
মঙ্গলবার বিশ্বকাপের সম্ভাব্য দিন জানা গিয়েছে। আরো পড়ুন
আইএসএল জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা জানাতে বাগান তাঁবুতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বাকি দুই টেস্টে তাঁর খেলার কথা ছিল। আরো পড়ুন
এক জন প্রথম খেলোয়াড় হিসাবে টেনিসে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। আরো পড়ুন
প্রয়াত তুলসীদাস বলরাম। ভারতের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল ৮৬ বছর। আরো পড়ুন
দলে ছিলেন না লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপে। আরো পড়ুন
দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। আরো পড়ুন
তাঁর ব্যাটের উপর ভর করেই, গতবার বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। আরো পড়ুন
রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা। গত বার এখান থেকেই বিদায় নিতে হয়েছিল মনোজ তিওয়ারিদের। আরো পড়ুন
শ্রীলঙ্কার পরে নিউজিল্যান্ডকেও চুনকাম করে এক দিনের সিরিজ জিতেছে ভারত। আরো পড়ুন