তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। প্রতি মাসেই সাধারণ মানুষের বিনিয়োগ, টাকা পয়সার মতো ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসে। এই মাসেও তার কোনও ব্যতিক্রম হল না। একাধিক ক্ষেত্রে এই পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে। তবে সাধারণ মানুষের পকেটেও ক্রমশ চাপ বাড়তে চলেছে। ব্যাঙ্ক থেকে শুরু করে LPG, ভারতীয় রেলের নিয়মে আসছে পরিবর্তন। সাধারণত, প্রতি মাসের শুরুতে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হয়, সেক্ষেত্রে চলতি মাসের শুরুতেও LPG-র ক্ষেত্রে দামের অদল বদল হতে পারে। আবার ভারতীয় রেলের টাইম টেবিলেও আসছে একাধিক পরিবর্তন। নতুন মাসের শুরু থেকেই কোন কোন পরিবর্তন হচ্ছে তা দেখে নেওয়া যাক।
>কেন্দ্র ও রাজ্য সরকার থেকে যে ব্যক্তিরা পেনশন পান তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। পেনশনভোগীদের 30 নভেম্বরের মধ্যে এই Life Certificate জমা দিতে হবে। ফলে ডিসেম্বরে আর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে না। ফলে এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আর 2 দিন সময় বাকি রয়েছে। সময়মতো লাইফ সার্টিফিকেট জমা না দিলে পেনশনভোগীর পেনশন বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই পেনশনের ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিতে না চাইলে অবশ্যই দ্রুত লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে।
>ডিসেম্বর মাসে যারা দূরপাল্লার ট্রেনে সফর করেন তাঁদের একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হল ট্রেনের সময়ে পরিবর্তন। ডিসেম্বর মাসে ঠান্ডা ও কুয়াশার কারণে অনেক ক্ষেত্রেই ট্রেনের সময় পরিবর্তন করা হয়। বিশেষ করে উত্তর ভারতের দিকে এই প্রবণতা অত্যন্ত বেশি ও এটি প্রায় রোজকার ঘটনায় পরিণত হয়। সেক্ষেত্রে পরিকল্পনা করে ও হাতে অতিরিক্ত সময় নিয়ে তবেই সফর করা উচিত।
>প্রতি মাসের শুরুতে LPG-র দাম পরিবর্তিত হয়। তেল সংস্থাগুলি মাসের শুরুতে এই দাম পরিবর্তন করে। গার্হস্থ্য সিলিন্ডার বা বাণিজ্যিক সিলিন্ডার যে কোনও গ্যাসের দামই পরিবর্তন করা হতে পারে। কেন্দ্র গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের (19 কেজি) দাম কমিয়েছে। যদিও 14 কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তেল সংস্থাগুলি ফের একবার দাম বৃদ্ধি করলে সাধারণ মানুষের পকেট ক্ষতিগ্রস্থ হতে পারে। আবার যদি দাম কমে সেক্ষেত্রে সাংসারিক বাজেট কিছুটা হলেও অক্সিজেন পাবে বলে মনে করা হচ্ছে।
>RBI -এর হলিডে লিস্ট অনুযায়ী ডিসেম্বর মাসে ব্যাঙ্কে মোট 13 দিনের ছুটি থাকছে। একরাজ্যে নয় দেশের সব রাজ্য মিলে মোট এই 13 দিনের ছুটি। ছুটির দিনে ভারতে সমস্ত বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকে। তবে কিছু আঞ্চলিক ছুটিও থাকে। বড়দিন-সহ এমন কতগুলি উৎসব রয়েছে যেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও কলকাতায় সাপ্তাহিক ছুটি ছাড়া, অন্য তেমন কোনও ছুটি নেই। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইনে ব্যাঙ্কের বেশিরভাগ কাজ বর্তমানে করা যায়।
>LPG- র দামের মতোই CNG ও PNG-র দামও নির্ধারিত হয় মাসের শুরুতে। সেক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে দিল্লি ও মুম্বইতে CNG ও PNG-র দামে পরিবর্তন আসতে পারে। উল্লেখযোগ্য বিষয় হল, গত কয়েক মাসে দিল্লি-NCR এবং মুম্বাইতে CNG এবং PNG দাম বেড়েছে।
Photo- news18
আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আরো পড়ুন
বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরো পড়ুন
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন