এক টাকার কয়েন নিয়ে বেশ কিছুদিন ধরেই বহু লোক হয়রানির অভিযোগ করছেন। ইদানিং বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে, কলকাতা পেরোলেই 1 টাকার ছোটো কয়েন নিতে অস্বীকার করছেন বেশ কিছু দোকানি ও গাড়ির চালকেরা। ফলে অহেতুক হয়রানি হতে হচ্ছে বেশ কিছু মানুষকে। বহু ক্রেতা বা যাত্রীর অভিজ্ঞতা এমনটাই। আপনিও কী এমন হয়রান হয়েছেন? বেশ কিছুদিন আগে 10 টাকার কয়েন নিয়ে দেশজুড়ে এমন একটি ব্যাপার ঘটেছিল। এবার সেই কাণ্ড ঘটছে 1 টাকার কয়েন নিয়ে।
RBI-এর নিয়মে বলা রয়েছে Post Office ও ব্যাঙ্ক দেশে চালু সবরকম নোট ও কয়েন নেয়। তাই কোনও ব্যক্তি Post Office-এ 1 টাকার কয়েন ডিপোজিট করতে পারেন। আবার চাইলে কোনও ব্যক্তি Post Office থেকে অন্য কিছু যেমন পোস্ট কার্ড, স্ট্যাম্প ইত্যাদিও ছোট 1 টাকার কয়েন দিয়ে কিনতে পারেন।
সম্প্রতি 1 টাকার কয়েনের এই সমস্যা নিয়ে RBI ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দ্বারস্থ হন এক ব্যক্তি। টুইটারে ওই ব্যক্তি RBI, অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রককে ট্যাগ করে প্রশ্ন করেন, “1 টাকার কয়েন কি দেশে বন্ধ হয়ে গিয়েছে? যদি হয়, তাহলে লোকের কাছে যে 1 টাকার কয়েন রয়েছে, তা আমরা কোথায় জমা করব? যদি এগুলি এখনও বাতিল না হয়, তাহলে দোকানদার এমনকি ভারতীয় ডাকঘরও কেন এই কয়েন নিতে চাইছে না?”
प्रिय @RBI @nsitharaman @nsitharamanoffc @FinMinIndia क्या इस प्रकार के सिक्के हमारे देश मे बंद हो गए है अगर हा तो लोगो के पास जो सिक्के है वो कहा जमा होंगे अगर नही तो दुकान के अलावा @IndiaPostOffice वाले भी ये सिक्के लेने से मना कैसे कर सकते है @bundelibauchhar @TheLallantop pic.twitter.com/8QlxOvq4Lh
— सुधांशु दुबे बुंदेलखंड (@Sudhanshujhansi) April 5, 2022
RBI এমন ঘটনার ক্ষেত্রে কী বলে?
2019 সালের 26 জানুয়ারি RBI একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে Reserve Bank of India সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করে বলে, কোনও রকম গুজবে কান না দিয়ে সকলে যেন চালু থাকা সব রকমের কয়েন নেয়। অর্থাৎ RBI-র জারি করা সব কয়েন দেশে এখনও পুরোপুরি বৈধ।
বর্তমানে দেশে 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা ও 10 টাকার কয়েন বৈধ রয়েছে। এই কয়েনগুলিকে মোটেই বাতিল করেনি RBI। ফলে এগুলি দেশের যে কোনও স্থানে নিতে বাধ্য সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই।
Photo- national views
আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আরো পড়ুন
বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরো পড়ুন
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন