অচিরাচরিত উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে লগ্নি বাড়াতে চায় না সিইএসসি। পরিবর্তে বিভিন্ন শহরে বিদ্যুৎ বণ্টনের ফ্র্যানচাইজি পেতেই বেশি আগ্রহী আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠী। শুক্রবার কলকাতায় সিইএসসি-র বার্ষিক সাধারণ সভায় একথা জানান সংস্থার চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, ব্যাটারি চালিত গাড়ি এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম ব্যবসায় সিইএসসি ঢুকবে না। তবে ব্যাটারি চালিত গাড়ির জন্য চার্জিং স্টেশন তারা তৈরি করবে।
এদিন শেয়ারগ্রাহকদের প্রশ্নের উত্তরে সঞ্জীবের মন্তব্য, ‘গ্রিন এনার্জি (অচিরাচরিত বিদ্যুৎ) উৎপাদনে আমরা বিপুল বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, অচিরাচরিত উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বর্তমানে লাভজনক নয়।’ পরে বায়ুবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রের একটি সংস্থার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিপুল লগ্নি করে কেউই প্রত্যাশা মতো মুনাফা করতে পারছে না। অন্য দিকে, সৌরবিদ্যুৎ ক্ষেত্রে যে ভাবে মাসুল কমছে, তাতে লগ্নিকারীদের উৎসাহ কমতে বাধ্য।
বর্তমানে সিইএসসি সব মিলিয়ে ২০০ মেগাওয়াট মতো বিদ্যুৎ বিভিন্ন অচিরাচরিত উৎস থেকে উৎপাদন করে। সঞ্জীব বলেন, ‘নিয়ম অনুযায়ী মোট বিদ্যুৎ বণ্টনের মধ্যে যতটা অচিরাচরিত উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ থাকা বাধ্যতামূলক (৫ শতাংশ) আমরা সেটাই বজায় রাখব।’
এদিন সিইএসসি চেয়ারম্যান জানান, গত পাঁচ বছরে সংস্থা কলকাতা ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা শক্তিশালী ও অত্যাধুনিক করতে প্রায় ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। তাঁর কথায়, ‘যেহেতু ব্যাটারি চালিত গাড়ি বা সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম উৎপাদন আমাদের মূল ব্যবসা নয়, তাই আমরা ওই সমস্ত ক্ষেত্রে প্রবেশ করব না। ভারতের বিভিন্ন শহরে বিদ্যুৎ বণ্টনের ফ্র্যানচাইজি পাওয়ার জন্য আমরা সর্বতো প্রচেষ্টা নিয়েছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন
অপেক্ষার অবসান। অবশেষে 4% DA বৃদ্ধি করার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। আরো পড়ুন
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (এসবিএসটিসি) অস্থায়ী পরিবহণ কর্মীদের ২৬ দিন কাজের আশ্বাস দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আরো পড়ুন
রাজ্য সরকারি কর্মচারিদের (State Government Employee) জন্য সুখবর। আরো পড়ুন
17 সেপ্টেম্বর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আরো পড়ুন