আগামী তিন বছরের মধ্যে ভারতের সমস্ত বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। দেশে ধুঁকতে থাকা বিদ্যুৎ ক্ষেত্রকে চাঙ্গা করতেই এই পরিকল্পনা বলে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল সরকারি আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লুমবার্গ জানিয়েছে।
আগামী তিন বছরের মধ্যে সারা দেশে ৩০ কোটি স্মার্ট মিটার বসানোর পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবে কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক ইতিমধ্যেই বিদ্যুৎ মিটার নির্মাণকারী বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে। বিদ্যুতে স্মার্ট মিটার বসানো হলে বিদ্যুৎ ব্যবহার ক্ষেত্রে যেমন নজরদারি বৃদ্ধি করা সম্ভব, তেমনই বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে বলে বক্তব্য বিশেষজ্ঞদের।
তবে স্মার্ট মিটার বসানোর খরচ পুরোটা বণ্টন সংস্থাগুলি বহন করলে তাদের বর্তমানে বিপুল আর্থিক ঋণভার আরও বহুগুণে বাড়বে। সেই কারণেই মিটার বসানোর ক্ষেত্রে সরকার ভর্তুকি দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সরকারের প্রাথমিক হিসাবে একটি স্মার্ট মিটারের খরচ প্রায় ২,০০০ টাকা। সেই হিসাবে ৩০ কোটি স্মার্ট মিটার বসাতে মোট খরচ হতে পারে ৬০,০০০ কোটি টাকার মতো। এর আগে ২০১৭ সালে কেন্দ্র ৫০ লক্ষ স্মার্ট মিটারের জন্য যে টেন্ডার ডেকেছিল, তাতে প্রতি মিটারের দাম পড়েছিল ২,৫০৩ কোটি টাকা। তার নিরিখে এবার দাম কম পড়বে বলেই অনুমান সরকারের। এই পরিকল্পনার বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
তবে স্মার্ট মিটারের বহুল ব্যবহার ভারতে আর্থিক ভাবে পঙ্গু অধিকাংশ বিদ্যুৎ বণ্টন সংস্থার কাছে ‘গেমচেঞ্জার’ হতে পারে। বিভিন্ন রাজ্য সরকারের মালিকানাধীন বিদ্যুৎ বণ্টন সংস্থার মোট আয়ের এক-পঞ্চমাংশ নানাবিধ প্রযুক্তিগত ও বাণিজ্যিক ক্ষতি খাতে চলে যায়। এর মধ্যে বিদ্যুৎ চুরি যেমন রয়েছে, তেমনই আছে বিল করা ও টাকা সংগ্রহের ক্ষেত্রে দক্ষতার অভাব। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাও ব্যতিক্রম নয়। তাদের ক্ষেত্রে সংবহন ও বাণিজ্যিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সংস্থা পায় মাত্র ৬৫ টাকা।
বেহাল আর্থিক অবস্থার কারণে বিভিন্ন রাজ্য সরকারের মালিকানাধীন বিদ্যুৎ বণ্টন সংস্থা নিরবিচ্ছিন্নভাবে গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা দিতে পারে না। আর তাতে ধাক্কা খাচ্ছে প্রত্যেককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য।
এর আগে স্মার্ট মিটার কেনায় কেন্দ্রের ডাকা টেন্ডার পেয়েছিল আইটিআই লিমিটেড, জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারস্ লিমিটেড ও কর্নাটক স্টেট ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন। ভারতে বিদেশি সংস্থা হিসাবে ব্যবসায়িক উপস্থিতি থাকা স্নেইডার ইলেকট্রিক ও সিমেন্স এজি বিদ্যুতের স্মার্ট মিটার নির্মাণ করে।
আবগারি নীতিতে একগুচ্ছ বদল আনল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আরো পড়ুন
বিধানসভায় পেশ হল রাজ্যের বাজেট। এই বাজেট কর্মসংস্থানমুখী বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আরো পড়ুন
চলতি আর্থিক বছরে রেলের রাজস্ব থেকে আয় বাড়ল। আরো পড়ুন
তিন দিন পরেই শুরু হচ্ছে বছরের শেষ ডিসেম্বর মাস। আরো পড়ুন
অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এল পাইকারি বাজারে মূল্যবৃদ্ধি। আরো পড়ুন
ভারতীয় সেনার জন্য ভারতে তৈরি রকেট লঞ্চার পিনাকা এ বার কিনতে চাইছে বাইরের দেশগুলিও। আরো পড়ুন
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সপ্তমী থেকে শহরে হতে পারে বৃষ্টি। আরো পড়ুন