বলিউডে যাঁরাই আসেন তাঁরাই যে ফিল্মি পরিবার থেকে আসেন এমন নয়। অনেককেই খেটে খুটে এত বড় ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে হয়। একদিনে কেউ স্টার হয়ে যায় না। আর স্টার হলেই তাঁদের গাড়ি বাড়ির কমতি থাকে না। এমন একজন বলিউডি স্টারের সঙ্গে এবার আপনারা আলাপ করবেন যাঁর এদেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি করে বাংলো রয়েছে। মুম্বইতে যেটি রয়েছে তার অর্থমূল্য ৩ কোটি এবং আমেরিকায় যেটি রয়েছে তার আর্থিক মূল্য ১৯ কোটি।
নাম বললে আপনারা সবাই তাঁকে একডাকে চিনবেন। খুব অল্প সময়েই তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি হলেন সানি লিওনি। ২০১২ তে তাঁর প্রথম সিনেমা মুক্তি পায়। কেরিয়ারে এখনও পর্যন্ত ১৭ টি সিনেমা করেছেন। যার মধ্যে ২ টি সুপারহিট। সানি লিওনির প্রায় ৯৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও তাঁর বার্ষিক আয় ২ কোটি। এছাড়াও তাঁর গাড়িশালে চোখধাঁধানো গাড়ির সংখ্যা দেখবার মতো। এক একটি গাড়ির আর্থিক মূল্যই প্রায় ১.২ কোটি।
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন
অবস্থা স্থিতিশীল নয় ঐন্দ্রিলা শর্মার। রক্তচাপ ওঠানামা করছে। আরো পড়ুন
এই মুহূর্তে কেরিয়ার গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী জাহ্নবী কাপুরের। আরো পড়ুন
দু’দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শঙ্কর-পত্নী সোনালি চক্রবর্তী। আরো পড়ুন
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হয়েছে তাঁর জমানা। আরো পড়ুন
বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘পোন্নিয়িন সেলভান ১’। আরো পড়ুন
বক্স অফিসে খরা কাটিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির হাত ধরে খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছে বলিপাড়া। আরো পড়ুন