৬ মাসের জেল হল প্রাক্তন অভিনেত্রী ও মডেল কোয়েনা মিত্রর। চেক বাউন্স করার অপরাধে ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি অভিযোগকারী মডেল পুনম শেঠিকে ১.৬৪ হাজার টাকারসুদ সমেত মোট ৪ লাখ ৬৪ হাজার টাকা দেওয়ার জন্যে বলা হল কোয়েনাকে।
প্রায় ৬ বছর ধরে চলে আসছে এই মামলা। ২০১৩ সালে কোয়েনা মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন পুনম শেঠি। ব্য়াংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকার কারণে পুনমকে দেওয়া কোয়েনার চেক বাউন্স করেছিল। তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে এসেছিলেন কোয়েনা মিত্র।
ব্যক্তিগত প্রয়োজনে পুনম শেঠির থেকে কোয়েনা মিত্র ২২ লাখের ঋণ নেন। সেই ঋণ শোধের অংশ হিসেবে ৩ লাখের চেক দিলে, তা বাউন্স করে। এর পর ২০১৩-র ১৯ জুলাই কোয়েনাকে নিয়ম মেনে আইনি নোটিশ পাঠান পুনম। তখনও তার কোনও উত্তর দেন না কোয়েনা। এমনকি টাকাও ফেরত দেন না। অবশেষে ১০ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন পুনম।
মামলার শুনানিতে কোয়েনার তরফে দাবি করা হয় এত টাকা ঋণ দেওয়ার মতো কোনও ক্ষমতাই নাকি নেই অভিযোগকারীর। তবে রায়দানের সময়ে অন্ধেরি মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট, কেতকী চাভান কোয়েনা মিত্রের সব যুক্তি খারিজ করে দেন। কোয়েনা এও দাবি করেছিলেন, তাঁর চেক চুরি করেন পুনম। আদালতে এই আবেদনও বিশেষ সুবিধে করতে পারেনি।
দিওয়ানা মস্তানা-র পাপ্পু পেজার কিংবা মিস্টার ইন্ডিয়ার ক্যালেন্ডার আর নেই। আরো পড়ুন
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আরো পড়ুন
বিবাহের পরবর্তী অনুষ্ঠানে ব্যস্ত নবদম্পতি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। আরো পড়ুন
প্রেক্ষাগৃহে পাঠান মুক্তির পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। আরো পড়ুন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র হেনস্থার শিকার। আরো পড়ুন
এমনিতেই তারকাদের বিয়েতে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়। আরো পড়ুন
একদিকে যখন ঘুম ভেঙে উঠে, চোখ কচলে শাহরুখ দর্শকে প্রেক্ষাগৃহে ছুটছে শহরবাসী, তখনই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ কিং খান-এর 'পাঠান' (Pathaan)! আরো পড়ুন
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি, যেখানে সাদা চাদর গায়ে মক্কায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আরো পড়ুন
যত বড় ভক্তই হন, যেখানে-সেখানে অমিতাভ বচ্চনের ছবি আর লাগিয়ে রাখা যাবে না। আরো পড়ুন
চূড়ান্ত ব্যস্ততা। ঝলমলে বেশে এ দিক-সে দিক ছুটে বেড়াচ্ছেন কৃতি শ্যানন। আরো পড়ুন