অফিসে সমান কাজের দায়িত্বে থাকা একজন মহিলা ও একজন পুরুষ একই কাজ করলেও বাড়িতে অনেক বেশি কাজ করতে হচ্ছে মহিলাদের। তাই দিনের শেষে দেখা যাচ্ছে পুরুষদের থেকে কর্মরতা মহিলাদের ওপর কাজের চাপ থাকছে অনেক বেশি। আর এই অতিরিক্ত কাজ তাঁরা করছেন ঘুমের সময় কাটছাঁট করে।
আমেরিকার একটি সংস্থা এই বিষয়ে সমীক্ষা চালালেও ভারতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ছবিটা একই। সমীক্ষা বলছে অফিসের সময় আগের চেয়ে অনেকটাই বাড়িয়ে ফেলেছেন মহিলারা। ২০১৩-য় যেখানে গড়ে একজন মহিলা দিনে অফিসে সাত ঘণ্টার সামান্য কিছু বেশি সময় অফিসে থাকতেন, সেখানে ২০১৮-য় এই সময়টা বেড়ে দাঁড়িয়েছে ২০ মিনিটে। এখনও গড়ে একজন পুরুষ একজন মহিলার থেকে অফিসে বেশি সময় কাটান। কিন্তু যে ভাবে মহিলাদের অফিসে থাকার সময় বেড়ে যাচ্ছে, তাতে মহিলারা যে এই বিষয়েও পুরুষদের ছাপিয়ে যাবেন, তাতে সন্দেহ নেই।
কিন্তু সমস্যা বাড়ছে অন্য জায়গায়। বাচ্চার দেখভাল, রান্নাবান্না বা ঘরের কাজে একজন মহিলা পুরুষের অনেকটাই বেশি সময় কাটান। তার সঙ্গে অফিসের সময়ও বেড়ে যাওয়ায় কর্মরতা মহিলাদের বিশ্রামের সময় উল্লেখযোগ্য ভাবে কমছে। বিশ্রাম ও ঘুম কম হওয়ায় এর প্রভাব পড়ছে মহিলাদের গড়পরতা স্বাস্থ্যে।
পরিসংখ্যান বলছে সম্প্রতি বিশ্ব জুড়ে ১২টি বিমান দুর্ঘটনায় মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। আরো পড়ুন
ছোট-বড় সকলের জন্যই গরুর দুধ বেশ উপকারী খাবার। আরো পড়ুন
টিফিন নিয়ে খুদেদের বায়নার শেষ নেই! টিফিনে ভালমন্দ খাবার না থাকলেই সেই খাবার আবার ফিরে আসে বাড়িতে। আরো পড়ুন
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই এসে গেল কালীপুজো। আরো পড়ুন
অতিরিক্ত মেদ কিংবা ডায়াবিটিস থেকে মুক্তির সহজ সমাধান হিসাবে অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। আরো পড়ুন
আলু খেতে ভালবাসেন, এমন মানুষের সংখ্যা কম নয়। আরো পড়ুন
পুজো মানেই ভূরিভোজ। জমিয়ে খাওয়াদাওয়া। আরো পড়ুন
চিংড়ি মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি হাতে গোনা। আরো পড়ুন
চতুর্থী তিথির অধিষ্ঠাতা দেবতা বা অধিদেবতা গৌরীপুত্র সিদ্ধিদাতা গণেশ। আরো পড়ুন
ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা সকলেরই জানা। আরো পড়ুন