যান্ত্রিক ত্রুটি। আর এই ত্রুটির জেরে উৎক্ষেপণ স্থগিত রাখা হল চন্দ্রযান ২-এর । উৎক্ষেপণের ৫৬ মিনিট আগে ইসরোর তরফে মিশন স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। ভারতীয় সময়ে রবিবার রাত ২.৫১ মিনিটে প্রথমবার চাঁদের অন্ধকার দিকে ‘বাহুবলী’ রকেট- জিএসএলভি এমকে থ্রি পাঠানোর কথা ছিল। পৃথিবীর মহাকাশ গবেষণায় মাইলফলক হত এটা। আপাতত স্থগিত মিশন।
উত্ক্ষেপণের আগে ইসরো কর্তারা জানিয়েছিলেন, বাহুবালীর উড়ান নিয়ে কোনও চিন্তা নেই। আবহাওয়া ভাল। তবে চাঁদের মাটিতে অবতরণ নিয়েই চিন্তা বেশি। পাশাপাশি ইসরোর প্রধান জানান, অভিযান বাতিল হলে পরে তা উত্ক্ষেপণ করা যেতে পারে তবে তার জন্য জটিল প্রযুক্তিগত পদ্ধতি পার হতে হবে। এর জন্য লেগে যেতে পারে এক সপ্তাহ বা এক মাস।
রবিবার সকাল থেকেই শুরু হয় কাউন্টডাউন। শ্রীহরিকোটার সতীশ ধবন কেন্দ্রে ছিল সাজসাজ রব। কিন্তু একেবারে শেষ সময় অভিযান বাতিল করে দিতে হয়। এনিয়ে ইসরোর তরফে বিস্তারিত কিছু বলা হয়নি। টানা ১৬ মিনিট উড়ানের পর চন্দ্রযান-২-কে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে বাহুবলী। সেখান থেকে প্রায় ২ মাস ধরে চাঁদের পথে এগোতে থাকবে চন্দ্রযান-২। দুই মাসের যাত্রা শেষে ৬ সেপ্টেম্বর রোভার প্রজ্ঞান-কে নিয়ে চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করবে ল্যান্ডার বিক্রম। তার পরেই বেরিয়ে আসবে ছয় চাকার যান প্রজ্ঞান।
দেশে কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৫০০ ছাড়াল। আরো পড়ুন
পার্থ চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের পর পূর্বতন বাম সরকারকে একহাত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আরো পড়ুন
নিজেকে নির্দোষ দাবি করে জামিন চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আরো পড়ুন
পুরীতে গিয়ে বাঙালির হোটেল না পাওয়ার ভোগান্তি কমাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো পড়ুন
মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) । আরো পড়ুন
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। আরো পড়ুন
ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। আরো পড়ুন
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হুগলির দুই তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে পার্টি থেকে বহিষ্কার করল তৃণমূল। আরো পড়ুন
অগ্নিবীর নিয়োগের পদ্ধতিতে এল বদল। এবার থেকে আগে অনলাইন পরীক্ষা, পরে রিক্রুটমেন্ট ব়্যালি, মেডিক্যাল টেস্ট। আরো পড়ুন