সকাল থেকেই শুরু হল ইসরোর কাউন্টডাউন ঘড়ি। যান্ত্রিক ত্রুটি মেরামতির পর সোমবার বেলা ২টো ৪৩-এ শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ভারতের চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। শনিবার রাতেও উৎক্ষেপণের মহড়া সফল হয়েছে বলে জানিয়েছে ইসরো।
১৫ জুলাই উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে থেমে গিয়েছিল অভিযান। কারণ, চন্দ্রযানের বাহন জিএসএলভি মার্ক থ্রি ওরফে বাহুবলী রকেটের ক্রায়োজেনিক জ্বালানির ট্যাঙ্কে সমস্যা দেখা দিয়েছিল। ইসরোর খবর, ওই ট্যাঙ্কের সিলিন্ডারের ভিতরে থাকা হিলিয়াম গ্যাসের সিলিন্ডারের একটি ভালভের চাপ কমে গিয়েছিল। সেই কারণেই অতিশীতল, তরল হাইড্রোজেন বেরিয়ে আসছিল। রবিবার ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, মেরামতির পরে বাহুবলী এখন ওড়ার জন্য তৈরি। চন্দ্রযান-২ উত্ক্ষেপণের প্রস্তুতি চলছে জোরকদমে। এ বার সফল উত্ক্ষেপণের ব্যাপারে আশাবাদী ইসরো।
চন্দ্রযান-২-এ কোনও মহাকাশচারী থাকবেন না। বাহুবলীর ওজন ৬৪০ টন। অন্তিম মুহূর্তে ল্যান্ডারের মধ্যে রোভার থাকবে, বেশ কিছু যন্ত্র থাকবে। তার চেয়েও বেশি থাকবে ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের সম্মান, যাঁদের পালকে ইতিমধ্যেই বসেছে চন্দ্রযান-১, মঙ্গলযান-১-এর সাফল্য।
তাই উৎক্ষেপণ একশো শতাংশ নিখুঁত হতে হবে। ইসরো জানিয়েছে, ২২ জুলাই দুপুরে রওনা হয়ে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দূরত্ব বাড়াবে চন্দ্রযান। পাঁচটি পাক খাওয়ার পরে ২৩ দিনের মাথায় অর্থাৎ ১৪ অগস্ট সে পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে চাঁদের কক্ষপথের দিকে রওনা দেবে। ২২ সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে বাহুবলী। ৬ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে বিক্রম নামে চন্দ্রযানের ল্যান্ডার অংশটি। হিসেব মতো, রওনা দেওয়ার ৫৪ দিন পরে চাঁদে পৌঁছবে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং বিধাননগর এলাকায় কোনও হুক্কা বার বন্ধ করা যাবে না— জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। আরো পড়ুন
পশ্চিমবঙ্গ সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে। আরো পড়ুন
কুবেরের ধন মিলল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানা, গুদাম এবং চালকল থেকে। আরো পড়ুন
যত সময় গড়াচ্ছে ততই বিপদ বাড়ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) যোশীমঠে (Joshimath)। আরো পড়ুন
শুক্র, শনি, রবি, সোম এই চারদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আরো পড়ুন
রাস্তায় স্ত্রীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে সোজা পুলিশের কাছে গিয়ে ধরা দিলেন স্বামী। আরো পড়ুন
যে সংস্থার নজরদারিতে ধর্ষিতার পরিবারের হাতে আর্থিক সাহায্য পৌঁছনোর কথা, তারাই শুনানি পিছোনোর আবেদন করছে বারবার। আরো পড়ুন
রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে গিয়ে বৃহস্পতিবার থেকেই লালন শেখের রহস্য-মৃত্যুর তদন্ত শুরু করেছে সিআইডি। আরো পড়ুন
ট্যাংরায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়েছে। আরো পড়ুন