রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি হিসেবে পদত্যাগের পর ছ’সপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, এখনও কোনও বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি। এমতাবস্থায় প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীকে অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নিতে অনুরোধ করলেন কংগ্রেস নেতারা।
NDTV-র খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দলীয় নেতাদের প্রস্তাব নাকচ করেননি UPA চেয়ারপার্সন সনিয়া। শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই রয়েছেন সনিয়া গান্ধী। এমন অবস্থায় ফের যদি তিনি অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব না নিতে চান, তবে শারীরিক কারণেই হবে বলে জানাচ্ছেন সনিয়া-ঘনিষ্ঠ কংগ্রেস নেতারা।
এর আগে রাহুলের ইস্তফার পর দলের কিছু শীর্ষ নেতা সনিয়ার কাছে গিয়েছিলেন পরবর্তী সভাপতি বাছাই নিয়ে পরামর্শ নিতে। তবে অস্থায়ী বা স্থায়ী সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে তিনি কোনও রকম নাক গলাবেন না বলে স্পষ্ট করে দিয়েছিলেন সনিয়া গান্ধী।
প্রসঙ্গত, রাহুলের পদত্যাগের পর ‘সময় নষ্ট’ না করে অন্তর্বর্তী নেতৃত্বের দাবি তুলেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা কর্ণ সিংহ।
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন