বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে অসমে। একই অবস্থা বিহারেও। দুই রাজ্য মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫। এ দিকে, উত্তরপ্রদেশেও বৃষ্টিজনিত কারণে প্রাণ গিয়েছে ১৪ জনের। অতি ভারী বৃষ্টির আশংকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কেরালায়।
জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কেরালার ৬ জেলায় ২০৪ মিমি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও চলছে প্রবল বৃষ্টি। পঞ্জাব ও হরিয়ানায় দু দিন ধরে চলছে অঝোরে বৃষ্টি।
এ দিকে, বিহারে মঙ্গলবার বিকেল পর্যন্ত হড়বা বানে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৩ জনের। ১৬ জেলায় ক্ষতিগ্রস্ত ২৫.৭১ লাখ মানুষ। আধিকারিকরা জানিয়েছেন, নেপালে নাগাড়ে বৃষ্টি ও প্রচুর জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিহারে। নিরাপদ স্থানে সরানো হয়েছে লক্ষাধিক মানুষকে।
অসমে বন্যার কবলে ৩৩টি জেলা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭। প্রকৃতির রোষে ক্ষতিগ্রস্ত ৪৫ লাখেরও বেশি মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, গুয়াহাটি-সহ প্রায় সব বন্যাকবলিত জেলাতেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও তার শাখা নদীগুলি।
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন
প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল রিয়েল এস্টেটে বিনিয়োগের নথিপত্র। আরো পড়ুন
বৃহস্পতিবার তাঁর মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যের। আরো পড়ুন
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে আর্থিক তছরুপের তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বান্ধবীর বাড়ি থেকে তাড়া তাড়া টাকা উদ্ধার করেছে ইডি। আরো পড়ুন