সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নিউ ইয়র্ক এবং হাউসটন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেওয়ার পাশাপাশি তিনি আলাদা করে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এছাড়া প্রবাসী ভারতীদের সঙ্গেও দেখা করবেন মোদী।
২০ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিউ ইয়র্কে আয়োজিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দেবেন নরেন্দ্র মোদী। এখান থেকে একদিনের জন্য হাউসটন যাবেন তিনি। টেক্সাসে ইন্দো-মার্কিনিদের যে বিশাল সম্প্রদায়, তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। মোদী ওয়াশিংটন যাবেন কিনা, তা এখনও ঠিক নেই। তবে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে যে রাষ্ট্রপুঞ্জের বৈঠকের সাইডলাইনে তিনি ট্রাম্প ও অন্য রাষ্ট্রনেতাদের সঙ্গে কথা বলতে পারেন।
এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীরা আমেরিকা সফরে গিয়ে তাঁদের গতিবিধি নিউ-ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির মধ্যেই আটকে রাখতেন। কিন্তু ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী সিলিকন ভ্যালিও সফর করেন। এবার হাউসটনে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করবেন তিনি।
১১ অগস্ট গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। আরো পড়ুন
গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আরো পড়ুন
সোমবার কলকাতা গেলেও সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে যাননি অনুব্রত (কেষ্ট) মণ্ডল। আরো পড়ুন
টাকা তাঁর নয়। মঙ্গলবার এমনই দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায়। আরো পড়ুন
রাজ্য মন্ত্রিসভায় রদবদল। একথা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আরো পড়ুন